পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38ヶ যদি কোন লোহের কিম্বা ইল্পাতের নিকট থাকে, তবে নিজ শক্তিতে সেই লৌহ এবং ইস্নাতকে আপনার দিকে টানিয়া আনে, পুনৰ্বার তাহা ছাড়াইতে গেলে বল না দিলে সহজে ছাড়ে না। আর সমনং তোলের চুম্বক পাতর যে কেবল সমান তোলের লোহাকে কিম্বা ইল্পাতকে টানে এমন নয়, ফলতঃ এক সের তোলের চুম্বক পাতা দশ সের তেলের লোহাকে আকর্ষণ করিয়া থাকে। চুম্বক পস্তর আর লোহা এই দুইর মধ্যে যদি আর কোন দুব্য ব্যবধান থাকে, তথাপি চুম্বক পাতর লোহাকে টানে। এই চুম্বকের আর এক টুকি গুণের কথা বলি, চুম্বকের নিকটে লোহ থাকিলে সে অবশ্য চুম্বকের কিছু শক্তি গ্রহণ করে, কিন্তু চমৎকার এই, যে তাহার শক্তি কিছু কমে না। যে প্রকারে লোহতে চুম্বকের গুণ হরণ করে, সে প্রকারটি জানা বড় দুর্ঘট। আর চুম্বক মণিতে লোহা ঘষিলে সেই লোহাতে অন্য লোহাকে চুম্বক মণির তুল্য আকষর্ণ করে। চুম্বকের নিজের শক্তি যে লোহার মধ্যে প্রবেশ করে, ইহাতেই লোকদের আরও বড় উপকার দেখে ; যে হেতুক আসল চুম্বক পাতর সে বড় দুর্লভ সামগ্রী। কিন্তু ঐ পাতরের একটি বিশেষ আশ্চর্য গুণ এই, যে সে সৰ্বদ উত্তর দক্ষিণে আগা পাছা হইয় থাকে, আর তাহাতে ঘষা এক টুকরা লোহার শলার মধ্য থানে ছিদ্র করিয়া যদি আর একটা শলার আগায় বিঁধিয়া রাখা যায়, আর সে ঘূরিতে পারে, তৰে সেও সৰ্বদা ঐ চুম্বকের মত উত্তর দক্ষিণ দিকে আগ পাছ হইয়া থাকে। উত্তর দক্ষিণে আগা পাছ হুইয়া থাকা তাহার এমন অটল গুণ, যে দক্ষিণের মুখ কখনও উত্তরে থাকে না, ও উত্তরের মুখ কথনও দক্ষিণে থাকে না। আর চুম্বক মণিতে যত গুণ আছে তাহার মধ্যে অন্যং গুণ অপেক্ষায় উত্তর দক্ষিণে মুখ করিয়া থাকা এই যে গুণ, ইহাতে লোকের বড় প্রয়োজন ; যে হেতুক অকুল,