পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৯ পাথার সমুভ্রেতে যেখানে দিক নিরূপণ করা যায় না, এমন ঠাইতে নাবিকেরা কোম্নাশ বানাইয়া চুম্বকের ঐ গুণদ্বারা দিক নিশ্চয় করিয়া এই ভূমণ্ডল বেষ্টন করিয়া জাহাজ চালাইতে পারে। নি। ভাল, তবে ঐ কোম্লাশের গড়ন কেমন, তাহ বল । প। তবে বলি। একটা কাগজের উপরে মণ্ডলাকার করিয়া একটা গোল দাগ দিতে হয়, তাহাতে সমান রূপে বত্রিশ ভাগ করিয়া রেখার দ্বারা সকল দিগ্বিদিক উপদিক জানাইতে হয়; সেই কাগজের ঠিক মধ্য থানে একটা লোহার শলা উচ্চ করিয়া বিধিতে হয়, সেই শলার মাতায় সূচির আকার চুম্বক পাতরে ঘষা আর একটা লোহার শলার মধ্যখানে ছিদ্র করিয়া ঘূরিতে পারে এমনি করিয়া বিঁধিয়া রাখিতে হয়। বিধিয়া ছাড়িয়া দিলে ঐ কোম্নাশ যে দিকে ইস্থা সেই দিকে রাখ, কিন্তু ঐ চুম্বকে ঘষা আগা সৰ্বদা উত্তর দিকে থাকিবে । দেখ, এই রূপে যদি এক দিকের ঠিকানা থাকিল, সুতরা তৰে অনায়াসে আর সকল দিক নিশ্চয় করা যায়। প্রত্যেক জাহাজেতে বড়ই এক২ কোস্লাশ থাকে, নাবিকেরা যখন কোন থানে জাহাজ চালাইবার জন্যে নিতান্ত স্থির করে, তখন ঐ কোম্রাশেতে দিক নিরূপণ করিয়া তাহারা দিব রাত্রি আকুল সমুদ্র মধ্যে হাজারং ক্রোশ পথ পর্যন্ত চলিয়া গিয়া যেখানে যাইবার সেই খানে গিয়া উপস্থিত হয়। এই চুম্বক পাতর যদি প্রকাশ না পাইত, তবে পৃথিবীর এক ভাগের লোকেরা গিয়া অন্য ভাগের লোকদের সঙ্গে সওদাগরী করিতেছেন ইহাতে লোকের যত উপকার হয়, প্রায় ইহার সম্বন্ধও থাকিত না । নি" ও হে ভাই, এই যে প্রকরণটি বলিলা এ বড় চমৎকার ৰটে। দেখ, ঈশ্বরের সৃষ্টি কিবা আশ্চর্য! যে হেতুক সৃষ্টির, মধ্যে অতি দ্ৰ বস্তু যে এৰু টুকি পাতর তাহাহইতেও লোকের