পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి ২ পাঠ । পৃথিবীর জলস্থলের বিবরণ। নিতানন্দ । তুমি যে উপদেশ দিতেছ তাহ যথার্থ মানিলাম, এখন এই পৃথিবী জল স্থলময় ইহা প্রত্যক্ষ দেখিতেছি, অতএব এ দুইয়ের কিছু বিশেষ বিবরণ তোমার ঠাই শুনিতে বাঞ্ছ করি । পরমানন্দ। তবে গুন ভাই, সৃষ্টিকৰ্ত্তার বুদ্ধির প্রভাবে স্থলের ভাগ অপেক্ষা জলের ভাগ অধিক ; ফলতঃ পৃথিবীর স্থল জল ভাগ করিতে গেলে, দুই ভাগ জল, আর এক ভাগ স্থল পাওয়া যায়। ইহার মধ্যে প্রথমে জলের বিশেয বিবরণ বলি শুন । জলাশয় সকলের এই সকল বিশেষং নাম আছে; মহাসাগর, সাগর, উপসাগর, অর্থাত, দ্রদ, মোহানা, নদী, ইত্যাদি । নিত্যানন্দ। ভাল ভাই, মহাসাগর কাহাকে বলে তাহা বল দেথি ? পরমানন্দ । যে সাগরেতে পৃথিবী মণ্ডল বেষ্টিত আছে তাহাকে মহাসাগর বলে। ঐ মহাসাগর তিনটা আছে, ইংরাজী ভাষাতে ক্রমে তিনের নাম, অট্টাণ্টিক ও পাসিফিক ও হিন্দী বলে। অট্টাষ্টিক মহাসাগর হিন্দুস্থানের পশ্চিম দিকে, তাহার পরিসর ৩••• ক্রোশ। পাসিফিক মহাসাগর হিন্দুস্থানের পূর্ব দিকে, সে অন্যং মহাসাগর অপেক্ষায় এমনি বড়, যে সে প্রায় পৃথিবী মণ্ডলের অদ্ধেক ভাগ যুড়িয়া আছে। হিন্দী অর্থাৎ ভারতবর্ষায় মহাসাগর সে ভারতবর্ষের দক্ষিণাশে আছে, কিন্তু আর.দুই মহাসাগর অপেক্ষায় এ মহাসাগর ছোট । নিত্যানন্দ ,তবে এইক্ষণে সগরের বিবরণ বল শুনি? পরমানন্দ । বলি স্তন, মহাসাগরের সঙ্গে যাহার প্রবল প্রবাহ