পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o .আছে ও যে প্রায় স্থলেতে ঘেরা তাহার নাম সাগর; ঐসাগর কিছু ছোট হইলে তাহাকে উপসাগর বলেঃ এতভিন্ন আরও অতি বড়ং যে দ্রদ সকল আছে তাহাকেও সাগর বলা যায় আসিয়ার মধ্যে সেই প্রকার তিন সাগর আছে, ই-রাজী ভাষায় ঐ তিনের নাম এইং, কাল্লিয়েন, এবং আরাল, ও বাইকাল। এই কাল্লিয়েন সাগর হিন্দুস্থানের উত্তর পশ্চিমাংশে আছে, সে লম্বায় ৩•• ক্রোশ, এব? চৌড়ায় কোন থানে ৮০ ক্রোশের কম নয়, এব• ১৬e ক্রোশের অধিক নয়, তাহার সঙ্গে অনেক নদনদীর মিলন আছে । এই কাল্লিয়েন সাগরের পূর্বদিকে ১• ক্রোশান্তে আরল সাগর, সে দীঘে ২০০ ক্রোশ, এব° চোড়া ৬০ ক্রোশ, ইহাতে অনেক নদী অাসিয়া মিলিয়াছে । বাইকাল সাগর শিবির দেশে আছে, সে লম্ব ৩০০ ক্রোশ, চৌড়া ৩২ ক্রোশের অধিক নয় । নিত্যানন্দ। ভাল, এ সকল সমুদ্রের জল কি প্রকার ? পরমানন্দ । সমূদ্রের জল এমনি লোণ, যে এক সের জল জ্বাল দিলে অধিপেীয়া লবণ পাওয়া যায়। R নিত্যানন্দ । ভাল ; একটা কথা জিজ্ঞাসা করি, সাগরের জল যে লোণ ইহাতে কি উপকার হয় ? পরমানন্দ । ইহাতে অনেকং উপকার দশে, যদি সাগরের জল এমন লোণ না হইত তবে অন্ধ পুষ্করিণীর জলের মত সকল জলই পচিয়া দুৰ্গন্ধ হইত,জার জলের য়ত মৎস্য তাহ অতি শীঘু মরিয়া যাইত। আর লোণ জলে অধিক ভার সহে, অর্থাৎ, লোণ জলেতে একখানি নৌকার ডালি সমান বোঝাই দিলে সেনেীক স্বচ্ছন্দে চলিতে পারে,কিন্তু মিষ্টানি জলে তেমন করিয়া লইয়া যাইতৃে হইলে দশ হাত না যাইতেই অমনি হঠাৎ ডুবিয়া পড়ে ; কেননা মিঠানি জল তরল এ জন্যে বড় ভার সহিতে পারে না; ইহার এই একটা