পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ని থাল বিষেশ তাহাকে অথাত বলে । ভারতবর্ষে যে২ অৰ্থাত অাছে তাহার মধ্যে বাঙ্গলার অথাত প্রধান, সে দক্ষিণ উত্তরে লম্বা সহস্ৰ ক্রোশ, এবং পূর্ব পশ্চিমে চৌড় কোনখানে বার শত ক্রোশ । হিন্দী মহাসাগরের সঙ্গে তাহার স°যোগ আছে । ঐ অথাত দিয়া সকল জাহাজ কলিকাতায় যাতায়াত করে, আর যে সকল জাহাজ চীন দেশে যায় তাহারা ঐ অথাত ছাড়িয়া বাম দিকে পূৰ্ব মুখে যায় । ঐ অথাত হিন্দুস্থানের দক্ষিণ পশ্চিম সীমা ; তাহার উত্তরে বঙ্গ দেশ এব° পশ্চিমে মান্দরাজ, দক্ষিণ পশ্চিম কোণে লঙ্কা দ্বীপ ; আর গঙ্গা, বুহ্মপুত্র, গোদাবরী, কৃষু, ও অন্য২ অনেক ক্ষুদ্র নদ আসিয়া ঐ অথাতে পড়ে । নিত্যানন্দ । ভাল, তবে এই ক্ষণে দ্রদের বিষয় বল, শুনি । পরমানন্দ। যে জল চতুর্দিকে স্থলেতে ঘেরা এবং যাহার সঙ্গে সমুদ্রের যোগ না থাকে, তাহাকে দ্রদ বলে ; সে সরোবরের মত, কিন্তু মানুষের কাটা নয় । উত্তর আমেরিকাতে বড়ং অনেক দ্রদ আছে; তাহার মধ্যে সুপীরিয়র নামে প্রধান এক দ্রদ আছে; তাহাকে একবার বেষ্টন করিয়া আসিতে হইলে ১৪০০ ক্রোশ বুরিয়া আসিতে হয়। এবং তাহার সঙ্গে আরও দুই দ্রদ প্রায় স’লগ্ন আছে ; সে দুই দ্রদও সামান্য নয়, প্রায় ঐ সুপারিয়র জ্বদের সমান। তথাতে এই তিনটা ছাড়া আরও দুইটা ভ্ৰদ আছে ; তাহার মধ্যে একের নাম অন্তেরিও, অন্যের নাম হরণ দ্রুদ ; এই দুই দ্রদের উত্তর অঞ্চলে ইরাজের অধিকার, দক্ষিণ মারাকার অধিকার। দ্রদ মানুষের পক্ষে বড় উপকারক ; কারণ হিম প্রধানক দেশে দ্রদে উপর দিয়া ধূমাকার যে বায়ু নিৰ্গত হয় সে কিছু উবু, তাহার উষ্ণুতাতে ংিমের কিছু স্বাস হয়, এব• গ্রীষ্ম প্রধানক দেশে তাহার উপর দিয়া যে বাল্প উঠে তাহাতে মেঘ জন্মিয় বৃষ্টি বষণ করে; সেই বৃষ্টিতে যথেষ্ট শস্য জন্মে।