পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'o নিত্যানন্দ ! মোহান! কাহাকে বলে ? পরমানন্দ। পরিসরেতে কিছু থাট এবং যাহার দ্বারা এক সাগর অন্য সাগরের সঙ্গে মিলে, তাহাকে মোহানা বলে যে মোহানার ব্যবধানেতে আশিয়া ও আমেরিকা ভিন্নং হইয়া আছে সে বড় আশ্চর্য ; কেননা আশিয়া ও আমেরিকাতে দক্ষিণ অঞ্চলে ১৭ese ক্রোশ অন্তর, আরবার ঐ মোহানার কোন থানে এমন যে ঐ দুই দেশেতে কেবল ৩৪ ক্রোশ অন্তরে ; ইহার কারণ এই, আমেরিকা দেশ পৰ্বইইতে আর আশিয়া দেশ পশ্চিমহইতে ক্রমেতে উত্তরে বেকিয়া গিয়াছে। ইংরাজী ১৭ ২৮ শালে দিনামাক দেশের বেরিং সাহেব প্রথমে ইহা জ্ঞাত হইয়াছিলেন, কিন্তু কাপ্তেন কুকু সাহেব যাবৎ সেখানে না গিয়াছিলেন, তাবৎ সেথানকার বিষয় কেহ কিছু স্থির করিতে পারেন নাই; ৫• বৎসর হইল ঐ কাপ্তেন কুক সাহেব অনেক অনুসন্ধান করিয়া ঐ মোহানার সবিশেষ তাবৎ বৃত্তান্ত অবগত হইয় তাহার নাম বেরি° মোহানা রাথিয়াছেন । নিতানন্দ । ভাল, মোহানার বৃত্তান্ত শুনিলাম, এইক্ষণে নদীর বিবরণ কিছুং প্রকাশ করিয়া বল। পরমানন্দ। তবে তাছাও কিছু স্তন। যে সু্যেতের জল কোনো দেশহইতে অসিয়া হদে কিম্বা সমুদ্রে পড়ে, তাহার নাম নদী; আর যে জল ঐ নদীতে আসিয় লয় পায় তাহাকে বলে উপনদী। আসিয়া দেশের মধ্যে এই সকল প্রধান নদী ; চীন দেশে কিয়াঙ্গু ও হোয়ানহে; আর তাতার দেশে লীন, ও যেনিসী, ও অব, এ সকল নদী গঙ্গা ও বুহ্মপুত্ৰহইতে বড়। আমেরিকাতেও আর চারিট প্রধান নদী আছে ; সে কএকটাই প্রায় এক ঠাইহইতে বাহির হইয়াছে ; এব• ঐ সকল নদীর মধ্যে কোন নদী এমন নাই যে ১৮e• ক্রোশ লম্ব নয় ; কিন্তু আমাজন নামে যে নদী সে সৰ্বক্ষেপায় প্রধান, কেননা যেখান হইতে বাহির হইয়াছে সেথানহইতে গিয়া মহাসাগরে মিলিয়াছে, সে ২১% ক্রোশ ।