পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> ৩ পাঠ । পৃথিবীর স্থলের বিবরণ। নিতানন্দ ] ওহে ভাই, সাগর ইত্যাদি জলের বিবরণ কথা গুনিয়া পরম তুষ্ট হইলাম, এই ক্ষণে স্থলের বিষয় কিছু বল, শুনি । পরমানন্দ । তবে বলি শুন, তাহার বিশেষং নাম এইং, মহাদ্বীপ, দ্বীপ, প্রায়দ্বীপ, ইত্যাদি। নিত্যানন্দ । মহাদ্বীপ কাহাকে বলে ? পরমানন্দ। যে স্থলেতে অনেকং দেশ থাকে, এবং মধ্যখানে সমৃদু ব্যবধান না থাকে, তাহার নাম মহাদ্বীপ । এই পৃথিবী মণ্ডলেতে দুই মহাদ্বীপ আছে; তাহার একের নাম পুরাতন মহাদ্বীপ, ও দ্বিতীয়ের নাম নুতন মহাদ্বীপঃ ইহার মধ্যে পুরাতন মহাদ্বীপে ইউরপ ও অাশিয়া ও আফ্রিকা এই তিন খণ্ড আছে, আর নূতন মহাদ্বীপে কেবল আমেরিকা দেশ আছে। নিত্যানন্দ। ভাল, ঐ যে দুইটা মহাদ্বীপের বিবরণ বলিলেন, ইহার মধ্যে পুরাতন ও নূতন এমন বিশেষ নাম কেন ? পরমানন্দ । ইহার কারণ শুন, ঐ প্রথম মহাদ্বীপস্থ লোকদেরই পূৰ্বাপর পরল্পর জানা শুনা ছিল, এবং ব্যবসায় বাণিজ্য চলিত, অতএব সে দ্বীপ পুরাতন হইয়াছে । আর দ্বিতীয় মহাদ্বীপের নাম যে নুতন মহাদ্বীপ, তাহার বীজ এই ই-রাজী ১৪১২ সালে জিনোআ দেশের কলম্বস নামে ইউরপীয় এক ব্যক্তি অনু মানদ্বারা স্থির করিয়া প্রথমে ঐ মহাদ্বীপের সন্ধান প্রকাশ করিয়াছিলেন ; কিন্তু ইহার পূৰ্বে সে দ্বীপ কেহ দেখে নাই, এবং জানিত না, সুতরা তদ্বীপস্থ লোকদের সঙ্গে বাণিজ্যাদিও ছিল না, এই জন্যে ঐ দ্বীপের নাম নূতন মহাদ্বীপ হইল।