পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ই নিত্যানন্দ। তবে দ্বীপ কাহাকে বলা যাইবে ? পরমানন্দ। পৃথিবীর যে স্থলভাগ চারিদিকে জলেতে বেষ্টিত আছে, তাহার নাম দ্বীপ; যেমন ইংলণ্ড ও লঙ্কা ইত্যাদি; এমত ছাড়া আর যে সকল ছোটং দ্বীপ আছে তাহাকে উপদ্বীপ বলে । জগত্ত্বসূষ্টি সময়ে কতগুলি দ্বীপ ও উপদ্বীপের সৃষ্টি হইয়াছিল ; কিন্তু তাহার পরও মহাসাগরেতে ভূমি কম্বদ্বারা অল্প এবং कॉफ़े দ্বারা অনেক উপদ্বীপের সৃষ্টি হইয়াছে; সেই যে কীটগুলি দেথিতে অতি ক্ষুদ্রং কিন্তু তাহদের শক্তির বিষয় আর কি বলিব ? সমুদ্রের মধ্যে থাকিয় জলের নীচে অবধি আরম্ভ করিয়া উপরে যতদূর পর্যন্ত জল পায় ততদূর পর্যন্ত পৰ্বতাকার উচ্চ টিবি করিয় তোলে, তাহার পর যখন আর উপরে জল না পায়, তখন ঐ ঢিবিকে বিস্তারিত করিতে থাকে। ঐ কীট যে টিবি বানায় তাহার গড়ন ঠিক যেন ফুল বাগচর ন্যায় লোকদের দৃষ্টি গোচর হয় ; আর ক্রমেন্ডে পাতরের ন্যায় শক্ত হইয়া উঠিতে থাকে, তাহার নাম লোকে করাল বলে। ঐ টিবি জলের সঙ্গে সমান হইয়া উঠিলে সমুদ্রচর পক্ষি সকল গিয় তাহার উপরে বসে, এবং মলত্যাগ করে; সেই মলের সঙ্গে নানা জাতীয় ফলের বীজ পড়ে, সেই বীজেতে ঐ স্থানে নানা বিধ গাছ জন্মে; ঐ সকল গাছ বড় হইয় আরবার তাহার অনেকং বীজ পড়িয়া ক্রমেতে যথেষ্ট গাছ পালা হইয় উঠে, এই রূপে গাছেতে ঐ দ্বীপ পরিপূর্ণ হইয়া উঠে । পাসিফিক নামে মহাসমূদ্র মধ্যে যেং উপদ্বীপ আছে, সে সকল প্রায় ঐ কীটেতে নিৰ্ম্মাণ হইয়াছে। g নিতানন্দ, ওহে ভাই, তুমি যে কথা বলিলা তাহা গুনিয়া বড় আশ্চর্য বোধ হইল, আহা ঈশ্বরের কৰ্ম্ম কিবা চমৎকার; দেখ