পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరి দেখি, লক্ষ মানুষের যে কৰ্ম্ম করিবার শক্তি নাই, কতকগুলি কৗটেতেসে কৰ্ম্ম করে, এ কি আশ্চর্য ব্যাপার! ভাল,তবে আর এক টা কথা জিজ্ঞাসা করি, প্রায়দ্বীপ কাহাকে বলে ? পরমানন্দ । যে দ্বীপ জলেতে প্রায় বেষ্টিত থাকে, কিন্তু মহাদ্বীপ কিম্বা দ্বীপের সঙ্গে কিঞ্চিৎ অংশে সন্মুক্ত থাকে, তাহার নাম প্রায়দ্বীপ । ভারতবষের মধ্যে কেবল একটা বড় প্রায়দ্বীপ আছে, তাহার নাম মালাকা প্রায়দ্বীপ; সেখানে মালাকা নামে একটা প্রধান নগর আছে । নিতানন্দ। ভাল ভাই, পৃথিবীর আরও যদি কোন ভাগের বিষয় থাকে, তবে অনুগ্রহ পূর্বক তাহাও বিশেষ করিয়া বলিতে আজ্ঞা হউক। পরমানন্দ । আরও আছে, বলিতেছি,স্থির হইয় গুন। মহাদ্বীপদিহইতে বাহির হইয় যে ভূমিখণ্ড সমুদ্রাদির মধ্যে বহুদূর পর্যন্ত গিয়াছে, এবং ক্রমে২ কম পরিসর হইয়া অাছে,তাহার নাম অন্তরীপ । যেমন হিন্দুস্থানের দক্ষিণে কুমারিক অন্তরীপ, যাহার নাম কুমারিক খণ্ড। পৃথিবীতে যত অন্তরীপ আছে, তাহার মধ্যে বাঙ্গালার পশ্চিম আফুিক দেশে অতি প্রসিদ্ধ একটা অন্তরীপ আছে, ই-রাজী ভাষায় যাহাকে কেপ বলে । এই যত জাহাজ আইসে দেথিতে পাও, সে সকল ঐ অন্তরীপ ঘুচিয়৷ ই গুহইতে বাঙ্গালায় আইসে। পূৰ্বে ইউরপীয় নাবিকের ঐ অন্তরীপের পথ জ্ঞাত না হওয়াতে পারখ ও আবু সাগর বাহিয়া আগমন করিয়া আসিয়া, দেশস্থ লোকদের সঙ্গে বাণিজ্যাদি করিত; কিন্তু ৩৩• বৎসর হইল, প্রথমে পোর্কুীশের তাহার সন্ধান বাহির কুরিয়াছিল; তদনন্তর তাবৎ ইউরপৗয়েরাই জানিতে পাইলেন, এবং ঐ পথে যাতায়াত করিতে লাগিলেন ।