পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 নিত্যানন্দ। এ গুলা ছাড়া আর ভূমিখণ্ড বিশেষ আছে? a পরমানন্দ ] আছে, তাহার একটার বিবরণ বলি, শুন । জাঙ্গালের ন্যায় অল্প পরিসর ভূখণ্ডের দুই দ্বীপের দুই মুড়া যদি সন্মুক্ত থাকে, তবে সেই জাঙ্গালের ন্যায় ভূমিখণ্ডকে ডমরুমধ্য বলে । যে মহাদ্বীপে ইউরপ ও আসিয়া দেশ আছে, সেই মহাদ্বীপেতে আফুিক দেশও আছে, কিন্তু ইহাদের মধ্যখানে অফুিকার মিলন করায়, এমন একটা ডমরুমধ্য আছে, এই হেতুক ঐ তিন দেশকে এক মহাদ্বীপে গণ যায়। যদি ঐ ডমরুমধ্য না থাকিত, তবে আফুিকা ভিন্ন এক মহাদ্বীপ হইত; কারণ আফুিকার আর চারিদিক সমুত্রে বেষ্টিত আছে । ঐ ডমরুমধা কেবল পঞ্চাশ ক্রোশ পরিসর, এবং সে ইউরপ ও আফ্রিকার মধ্যস্থিত সাগরহইতে আরব সাগরকে পৃথক করিয়া রাথিয়াছেঃ ঐ ডমরুমধাকে কাটিয়া ঐ দুই সাগরকে একত্র করিবার জন্যে অনেকে চেষ্টা করিয়াছিল, এবং মিসর দেশের এক রাজার অজ্ঞাতে এক লক্ষ লোক আসিয়া ঐ স্থান কাটিতে আরম্ভ করিয়া কাটিতে মরিয়া গিয়াছে। যদি ঐ ডমরুমধ্যটা কাটা যাইত,তবে অনেকের অতি সুগম হইত; বোধ হয় ওটা কাটা যায় না, কেনন। সে বালুকাময় ভূমি; যত দূর কাটিয়া প্রস্তুত করে বাতাসে বালি উক্রিয় পুনৰ্বার অতিশীযুতত দূর পূরিয়া উঠে।