পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১? করে, ঐ বুদ্ধকে বুদ্ধ দেশের লোকের গোদাম নামে ও চীন দেশীয়ের ফো নামে ও জাপান দেশীয়ের শাখা নামে পূজা করে। দ্বিতীয় হিন্দুদের মত, হিন্দু লোকেরা নানা দেব দেবীর পূজা করে। তৃতীয় চীন, ভোট, তিত্বত, প্রভৃতি দেশের কতক লোকেরা মহালাম নামে এক দেবতাকে পূজা করে। চতুর্থ চীনীয় কতক লোক কযুসয়সকে মানে; আর নাম দেশের লোক নানা দেবতার উপাসনা করে। নিত্যানন্দ । এই যে সকল মতের কথা কহিলা, ইহার মধ্যে কোন মতাবলম্বী কত লোক, তাহার বিশেষ বল, দেথি শুনি ? পরমানন্দ। য়িহুদী মতাবলম্বী ত্রিশ লক্ষ লোক। খ্ৰীষ্ট মতাবলম্বী উনিশ কোটি লোক। মুসলমান মতাবলম্বী ছয় কোটি লোক। বৌদ্ধ মতাবলম্বী পোনর কোটি বিশ লক্ষ । হিন্দু মত্বাবলী নয় কোটি লোক। কাফুসিয়স্থ মতাবলম্বী তিন কোটি লোক। অন্য২ দেব পূজক মতাবলম্বী দশ ফেটি লোক। SAMMAA S SA SAS