পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"לל ৫ পাঠ । আসিয়া দেশের বিবরণ । নিতানন্দ। ওহে ভাই, আসিয়া দেশের বিশেষ বিবরণ কিছু শুনিতে বান্ধু করি, এইক্ষণে অনুগ্রহ করিয়া বল, দেথি শুনি । পরমানন্দ। ভাল, তাহাও বলি স্তন, পৃথিবীর ভূমি খণ্ডের মধ্যে আসিয় খণ্ড বড়, সে লম্বে ছয় হাজার ছয়শত সত্তর ক্রোশ, প্রস্থে চারি হাজার ছয় শত কুড়ি ক্রোশ। এই আসিয়াতে মূনাধিক প্রায় পঞ্চাশ কোটি লোক আছে। নিত্যানন্দ আসিয়া কোন২ জাতির অধিকার } পরমানন্দ । রুসিয়ন ও ই-রাজ ও চীন, এই তিন দেশীয় লোকেতেই প্রায় আসিয়া দেশ অধিকার করিয়াছে; ইহার f শেষ, উত্তর অঞ্চলে রুসিয়নের অধিকার ; দক্ষিণ অঞ্চলে ইগরাজের অধিকার; পূৰ্ব অঞ্চলে চীনের অধিকার; এই তিন প্রধান অধিকার ছাড়া আরখ যে সকল অধিকার আছে, তাহর মধ্যে তুর্কী ও পারসী ও বমুীদের অধিকার ভারী। নিতানন্দ আসিয়ার সীমার চতুরসু বলিতে পার ? পরমানন্দ ৷ বলিতে পারিব না কেন বল ? তবে শুন । তাস্থার উত্তর সীমা হিম সমুদ্র; দক্ষিণ সীমা ভারত সমুদ্র উত্তর পশ্চিম সীমা ইউরপের সীমানার লাগাও দক্ষিণ পশ্চিম সীমা আফুিকার -সীমানার লাগাও; পূর্ব সীমা পাসিফিক মহাসাগর ঐ মহাসাগর আফিকা আর আমেরিকার মধ্যথান দিয়া ভাঙ্গিয়া বাহির হইয়াছে। হিন্দুস্থানের, দক্ষিণ ভাগ অতিশয় উত্তপ্ত, কিন্তু ইহার যত উত্তরে যাওয়া যায়, ততই শীত বোধ হইতে থাকে; আর হিমসাগরে