পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)ని বরফ পড়িয়া এমনি পৰ্বত প্রমাণ হইয়া জমিয়া থাকে, যে ঐ সাগরে জাহাজ যাইতে পারে না; কারণ, বাতাসে নিয়া গিয়া যদি জাহাজকে বরফের পর্বতে ধাক্কা লাগায়, তবে তৎক্ষণাৎ জাহাজ ভাঙ্গিয়া চূর্ণ হইয়া যায়। নিত্যানন্দ আসিয়ার অন্তঃপাতী কোন দেশ ? পরমানন্দ । তাহার মধ্যে অনেকং প্রধান দেশ আছে, তাহার বিবরণ এই উত্তরে পূর্বইইতে পশ্চিম সীমা পর্যন্ত শিবির ও তাতার দেশ; তাহার পশ্চিম ভাগে তরুক ও আরব ও পারসী দেশ; তাহার পূর্ব ভাগে চীন, তাহার দক্ষিণ ভাগে হিন্দুস্থান ও আসাম ও বমুর্ণ ও শ্যাম ইত্যাদি প্রধানং দেশ। এ সকল ছাড়া আসিয়ার মধ্যে আরো অনেক২ দ্বীপ আছে |