পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুস্থানের বিবরণ। নিত্যানন্দ । ভাল, তবে এইক্ষণে আসিয়ার অন্তঃপাতি যে২ দেশে হিন্দু লোকের বসতি, অর্থাৎ হিন্দুস্থান, আগে তাহার বৃত্তান্ত কিছু শুনিতে আকাণ্ডু আছে। পরমানন্দ। ভাল, তাহ বলি, শুন । হিন্দুস্থানের খণ্ড হইয়াছে দুই, দক্ষিণ হিন্দুস্থান, ও উত্তর হিন্দুস্থান । দক্ষিণ হিন্দুস্থানের উত্তর সীমা যদি নৰ্ম্মদা নদী কল্পনা করা যায়, তবে তাহার পর্ব পশ্চিম দক্ষিণ ভাগে সমুদ্র, এবং দক্ষিণ ভাগের অন্তসীমায় কুমারী অন্তরীপ; তাহারি নিকটে লঙ্কা, কিনা সিংহল দ্বীপ । হিন্দুস্থানের উত্তর পশ্চিম ভাগে সিন্ধু নদী, ঐ সিন্ধু নদীর পশ্চিমে বলোচনস্থান, ও তাহার পশ্চিমাংশে পারসী দেশ। হিন্দুস্থানের উত্তর ও উত্তর পূর্ব ভাগে হিমালয় নামে প্রসিদ্ধ পৰ্বত শ্রেণী ঐ পৰ্বত শ্রেণী অল্প বক্র ভাবে কাশ্মীর দেশহইতে রেকান পর্যন্ত দক্ষিণ পূৰ্ব ভাগে চলিয়া গিয়াছে। হিন্দুস্থানের পর্বভাগে বুদ্ধ দেশ; বাঙ্গালা আর বুদ্ধ দেশের মধ্যে মণিপুর, ও হিড়িম্ব, এবং আরো নানা জাতীয় পৰ্বতীয় লোক আছে; তাছাদেরও হিন্দুর ন্যায় ব্যবহার | এই সকল সীমানার মধ্যে এই সকল দেশ আছে। দক্ষিণে উড়িসা, ও তৈলঙ্গ, ও দ্রবিড়, ও মহীসর, ও শুকশোর, ও হয়দরাবাদ ও পুণ্যগুময়, ও নাগপুরীয়, ও মহারাষ্ট্রদেশ। উত্তরে বঙ্গ, ও মগধ, ও কাশী, ও বন্দেলখণ্ড, ও বঘেলখণ্ড, ও মিথিলী,ও কোশলা, ও মথুরা, ও হরিয়াগ, ও দোয়াব, ও রোহেলখণ্ড, ও জয়পুর, ও বিকানিয়ার, ও যোধপুর ও দৌলত রাও সিন্ধিয়া, ও যশোবন্ত রাও হোলকারের দেশ, ও পঞ্চাব, ও মালবা, ও মুলতান, ও সিন্ধু,