পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

文》 ও গুজরাট দেশ। হিন্দুস্থান দীঘেঁতে কুমারী অন্তরীপ অবধি কাশ্মীর পর্যন্ত সতর শত চৌহত্তর ক্রোশ; এবং প্রস্তে,শ্রীহট্ট অবধি সিন্ধু দেশের করাচী বন্দর পর্যন্ত ষোল শত ক্রোশ। নিত্যানন্দ । হিন্দুস্থানেতে লোক কত গুলি হইবে ? পরমানন্দ । অনুমান দশ কোটি লোকের কম হইবে না। তাহার মধ্যে জৈন ও শিথ এই দুই জাতিকে যদি হিন্দুর মধ্যে গণ যায়, তবে হিন্দু বার আনা, আর মুসলমান তিন আনা, এবং পাহাড়িয়া ইত্যাদি এক আনা । নিত্যানন্দ। হিন্দুস্থানের কোন দেশে লোক অধিক, তাহা অামাকে বলুন ! পরমানন্দ । এই হিন্দুস্থানের মধ্যে সূত্রে বাঙ্গালা স্থানানুসারে কেতে পরিপূর্ণ; কারণ, হিন্দুস্থানে যত জৰ্মী ও যত লোক আছে, তাহা হিসাব করিলে, ভাগহরে প্রত্যেক লোকের প্রতি জমী পোনের বিঘা পড়ে ; কিন্তু সূবে বাঙ্গালাতে এক কোটি পটিশ লক্ষ লোক আছে, আর জমী আছে এগার কোটি বিঘাঁর অধিক, এই জমীতেও লোকেতে ভাগহারে হিসাব ধরিলে প্রত্যেক লোকের প্রতি জমী নয় বিঘার অধিক পড়ে না ; এই নিদর্শনে বলা যায় বাঙ্গাল লোকেতে সমূর্ণ। বঙ্গ দেশের মধ্যে বৰ্দ্ধমান জেলায় লোক অধিক, কেননা সেখানে কুড়ি লক্ষ লোকু আছে, এবং ভূমি সাইট লক্ষ বিঘ্য ; লোকেতে ও জমীতে ভাংrহার করিতে হইলে, প্রত্যেক লোকের প্রতি পড়ত হয় ভূমি তিন বিঘা; এই নিদর্শনে বলা যায় বদ্ধমানে লোক অধিক । নিতীনন্দ। হিন্দুস্থানের ভাষা কত প্রকার ? পরমানন্দ। ভারতবর্ষের মূল ভাষা সংস্কৃত, আর.মূল অক্ষর দেবনাগর ; ঐ মূল ভাষা আর মূল অক্ষরহইতে নানা ভাষা ও*