পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ নানা প্রকার অক্ষর জম্মিয়াছে। পরে আট শত বৎসর হইল মুসলমানেরা এ দেশ অধিকার করিয়ছিল, সেই অবধি এ দেশে ফারসী ভাষার আর ফারসী অক্ষরের চলন হইয়াছে ; এবং বাঙ্গালা ও হিন্দী ভাষার মধ্যেও ফারসীর অনেক কথা চলন হইয়াছে। ভারতবর্ষের নানা দেশে নানা প্রকার ভাষা, ও নানা প্রকার অক্ষ রের চলন আছে, তাহার বিশেষ এই ; বাঙ্গালা, অসিাম, মিথিলা, কোশলী, ভটনের, ভোজপুর, কোঙ্কন, কাশ্মীর, উতকল, তৈলঙ্গ, কর্ণাট, বঁদেলখণ্ড, হরিয়াণা, কান্যকুবু জয়নগর, ইত্যাদি কম বেশ প্রায় চল্লিশ প্রকার ভাষা চলিতেছে; আর বাঙ্গাল, মণিপুর, বুদ্ধা, শ্যাম, ভোট, মৈথিল, শিখ, কাশ্মীর, মুলতান, তৈলঙ্গ, উড়ে, তামল, এইং নামে প্রার কুড়ি প্রকার অক্ষর দেবনাগরহইতে বাহির হইয়াছে ।