পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ ৭পাঠ । বঙ্গ দেশের বিবরণ । নিতানন্দ। বঙ্গ দেশের সীমা কত দূর পর্যন্ত । পরমানন্দ। তাহার উত্তর সীমা নেপাল ও ভোটের অধিকার পর্যন্ত, দক্ষিণ সীমা বাঙ্গালার অর্থাত, পূৰ্ব সীমা আসাম ও বুস্কার রাজার অধিকারের শেষ, পশ্চিম সীমা বেহারও উড়িস্যা । মেদিনীপূর ও কটক, এই দুই জেলা যদি বঙ্গ দেশের মধ্যে ধরা যায়, তবে বঙ্গ দেশ উত্তর দক্ষিণে লম্ব ৩০০ ক্রোশ হয়, আর পূৰ্ব পশ্চিমে ওসার ২৬০ক্রোশ হয় । ইহার প্রাচীন নাম গৌড় । নিতানন্দ ] এই বঙ্গ দেশের মধ্যে প্রধান কোনং নগর অাছে ? পরমানন্দ । প্রথমে কলিকাতা, দ্বিতীয় ঢাকা, এই ঢাকা কলিকাতার উত্তর পূর্বাশে এক শত বিশ ক্রোশ অন্তরে, ঐখানেতে পৰ্বে সুবে বাঙ্গালার রাজধানী ছিল ; তৃতীয় মুরশিদাবাদ, সেও কলিকাতাহইতে উত্তর এক শত আশী ক্রোশ অন্তরে | নিত্যানন্দ | বাঙ্গালাতে লোক আছে কত ? পরমানন্দ। বঙ্গ দেশের মধ্যে লোক গণা গিয়াছে তিন কোটি, তাহার মধ্যে হিন্দুতের আনা, আর মুসলমান তিন আনা ; কিন্তু অন্যং দেশ অপেক্ষা করিয়া পূৰ্ব দেশে মুসলমান অধিক। নিত্যানন্দ ] ভাল, এই দেশেতে প্রধান২ নদী কি ? পরমানন্দ। বঙ্গ দেশেতে প্রধান নদী গঙ্গা, বৃহ্মপুত্র, পদ্মা, কশী, দামোদর, এই সকল ছাড়া আরো অনেক ক্ষন্দ্র নদী 囚记团 নিত্যানন্দ।"এই বঙ্গ দেশে কোনং সামগ্ৰী জন্মে ?