পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

文8

  1. .

পরমানন্দ । বঙ্গ দেশেতে প্রধান সামগী জন্মে চাউল, চিনি, লবণ, রেসম, ভামাকু, তুলা, নীল, আফিম, সোর, নানাতরো কাপড় ; এই সকল সামগী কিনিয়া নিম্না গিয়া সওদাগর লোকে নানা স্থান সওদাগরী করে । নিত্যানন্দ। এই বাঙ্গালাতে প্রধান বিচারস্থান কয়টা আছে ? অর্থাৎ যেখানেং প্রধান জজ থাকেন এমন ঠাই কয়ট ? পরমানন্দ । সে আছে তিনটা, কলিকাতা, ঢাকা, মুরশিদাবাদ; এই তিন স্থানেতে তিনটা প্রধান আদালত, অর্থাৎ কোট আদালত আছে; ইহার মধ্যে কলিকাতা কোটের নীচে ১ জেলা; ঢাকার নীচে ৭ জেলা, মুরশিদাবাদের অন্তর্গত ৭ জেলা। নিত্যানন্দ । কলিকাতার যে নয় জেলা, সে গুলার নাম বল, দেহি ? পরমানন্দ । কলিকাতার আশপাশের পঁাচ থানা নিয়া হাওয়ালী সহর নামে এক জেলা ; দ্বিতীয়, চৰ্বিশ পরগণ এক জেল ; তৃতীয়, যশোহর এক জেলা; চতুর্থ হুগলী এক জেলা; পঞ্চম, নদীয়া এক জেলা ; ষষ্ঠ, বদ্ধমান এক জেলা; সপ্তম, জঙ্গলমহল এক জেলা; অষ্টম, মেদনীপুর এক জেলা; নৱম, কটক এক জেলা ; কিন্তু মেদনীপুর ও কটক পূৰ্বে উড়িস্যার অন্তঃপাতী ছিল।