পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইe দ্বিতীয় ভাগ । حوہ یہ 3.7 سے ১ পাঠ । জেল হাওয়ালী সঙ্করের বিবরণ । নিতানন্দ । জেল হাওয়ালী সহরের অন্তঃপাতী কত থান৷ আর কোনং গ্রাম? পরমানন্দ। এই জেলায় চিতপুর, মাণিকতলা, তাজহাট, নওয়াজারী, শালিকা,এই পাচ থানা আছে, আর ইহার সীমানায় কলিকাতার চারিদিক ঘেরা আছে। এক শত বৎসরের পূৰ্বে এই কলিকাভ এক ছোট নগর ছিল; পরে ক্রমে সওদাগরির বৃদ্ধি আর রাজধানী হওয়াতে অক্তি বলবৎ হইয়াছে। ইংরাজী ১৮৪২ শীলে কলিকাতার চারিপাশে জেলা হাওয়ালী সহরে ৫৭২২৫ ঘর, ২৮৬১২৫ লোক গণা গিয়াছিল, আর নিজ কলিকাতায় ৬eeeee ছয় লক্ষ লোক গণ গিয়াছিল, এই সমূদায়ে প্রায় নয় লক্ষ লোক । নিত্যানন্দ । রাজ্যের প্রধান বিচারস্থান কোথা ? পরমানন্দ । কলিকাতাস্থ ও ইউরপীয় লোকদের প্রধান বিচারস্থান কলিকাতার সুপ্রীম কোট সেখানে চিফুযপ্তিস, অর্থাৎ প্রধান বিচারক এক জন, আর অন্য বিচারকত্ব দুই জন; এঁহার প্রযুক্ত ই’লণ্ডের মহারাজার অজ্ঞাতে ঐ.পদ পাইয়া থাকেন । নিতানন্দ । লোকদের বিদ্যাগুদানের জন্যে কলিকাতায় কয়ট্য সমুদ্রায় আছে ? পরমানন্দ। তবে শুন, আশিয়াটিক সোসাইটি, দ্ধি কলেজ, জুলবুক সোসাইটি, ও স্কুল সোসাইটি ইত্যাদি সমুদায় আছে।