পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ .স্কুলবুক সোসাইটির কৰ্ত্তারা পুস্তকার ও স্কুল সোসাইটির কৰ্ত্তারা পাঠশালাদ্বারা এ দেশের ছোট বড় সকল জাতীয় লোকের জ্ঞানেদিয়ের চেষ্টা করিতেছেন । নিত্যানন্দ। কলিকাতায় কত প্রকার লোকের কত বাণিজ্য কৰ্ম্ম চলিত আছে ? পরমানন্দ। ইহার বিশেষ কত বলা যাইৰে ; কতকটা বলি জন। ইগলণ্ড, ও আমেরিকা, ৰম্বাই, চীন, ইত্যাদি দেশহইতে আমদানী আসিয়া কলিকাতায় বাণিজ্য হইতেছে; গত দশ বৎসর হইল একবার গণিত হইয়াছিল, যে এক বৎসরেতে এক কোটি একাশী লক্ষ টাকার জাহাজী আমদানী হইয়াছিল, আর চরি কোটি ছেয়ত্তর লক্ষ টাকার রপ্তানী হইয়াছিল ; এতভিন্ন এক কোটি চারি লক্ষ টাকার পশ্চিমে আমদানী রপ্তানী হইয়াছিল ; সৰ্বসমেত সে সনে সাত কোটি একষটি লক্ষ টাকায় আমদানী রপ্তানী হইয়াছিল। আর সম্প্রতি এই কলিকাতার স্থানেই অতি সুন্দর রাস্থ ও পুষ্করিণী হইতেছে, এবং দিনেং ঐ সহর বৰ্দ্ধিত হইয়া অত্যন্ত সূত্র হইতেছে।