পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१ ২ পাঠ । চব্বিশ পরগণার বিবরণ । নিত্যানন্দ । চৰ্বিশ পরগণার সীমা কোন পর্যন্ত ? পরমানন্দ । এই জেলার উত্তর সীমা নদীয়া জেলা ; দক্ষিণ সীমা সুন্দরবন দিয়া সমুদ্র পর্যন্ত; পশ্চিম সীমা ভগীরথী নদী; পূৰ্ব সীমা যশোহরের সীমার লাগ। পশ্চিম । ভাগীরথী ও রায়মঙ্গল নদী বিনা জেলার দক্ষিণ-শে অনেক থল আছে ; ঐ সকল থাল সুন্দরবন হইয়া সমূদ্রে মিলিয়ছে। ইহা ছাড়া সহর কলিকাতার নিকটে কাটিগঙ্গা নামে আরও এক খাল আছে; যে খাল দিয়া কলিকাতাই ইতে ঢাকায় গমনাগমন বড় সহজ ; আর নানাবিধ জ্বালানী কণ্ঠ, ও চূণ, ও ঢাকই কাপড়, ইত্যাদি এই খাল দিয়া এ অঞ্চলে আসিয়! অনেক বাণিজ্য হয় । নিত নিন্দ ] এ জেলা লম্বা চৌড়ায় কত ক্রোশ ? পরমানন্দ। তবে বলি গুন ; উত্তর দক্ষিণে দীঘে ১০০ ক্রোশ, এব* পূৰ্ব পশ্চিমে প্রস্থ ৬• ক্রোশ। & নিত্যমন্দ। এ জেলায় লোক কত হইবে ? পরমানন্দ। অনুমান হয় নুনাধিক বার লক্ষ লোক হইবে ; তাহার বার আন হিন্দু, চারি অান মুসলমান ; এবং এই জেলাতে অনেক সাহেল লোকের বসতি আছে 3. ইহার জজ কালেকটরের কাছারী আলীপুরে। مه নিতানন্দ। এ জেলার মধ্যে ব্যবসায়ের প্রধান সামগ্রী কি ? পরমানন্দ। ব্যবসায়ের সামগ্রীর মধ্যে এ জেলায় যথেষ্ট তরকারী আর নীল জন্মে ; এবং জেলার সীমা সমূদ্র ঘেঁসা, এই প্রযুক্ত অনেক লবণ জন্মে ; আর জেলার মধ্যে বরাহনগর, নবাবগঞ্জ, বিষ্ণুপুর, কলাগাছা, এ সকল প্রধান বাণিজ্য স্থান।