পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ৮ ৩ পাঠ । জেলাযশোহরের বিবরণ । নিত্যানন্দ। যশোহর জেলার সীমা কত দূর ? পরমানন্দ। ইহার উত্তর সীমা পদ্মাবতী নদী, যে নদী গঙ্গাহইতে বাহির হইয়৷ পূৰ্ব অঞ্চলে গিয়ছে, এই জন্যে সাহেৰ লোকে তাহাকেও গঙ্গা বলেন ; দক্ষিণ সীমা সমুদ্র, পশ্চিম সীমা নীয় ও চৰ্বিশ পরগণা জেলার সীমা লাগা পূৰ্ব পূৰ্ব সীমা ঢাকা জালালপুর ও বাকরগঞ্জ। নিত্যানন্দ । এই জেলাতে প্রধান নগর কোনটা ? পরমানন্দ। জেলার মধ্যে ভূষণ, মহম্মদপুর, নলডাঙ্গা, মুড়ল, মৃজানগর, গোপালগঞ্জ, ফুলনিয়া, এই সকল প্রধানং নগর আছে, এ সকলই প্রায় যশোহরের উত্তরাংশে। এই জেলার দক্ষিণাশে সুন্দরবন, সেখানকার ভূমি সমূত্রের খালেতে সৰ্বদাই সরস, আর অনেক ভূমি বনেতেই ব্যাপ্ত, কেবল মলঙ্গী লোকেরাই সেখানে থাকিতে পারে। তথাতে যদি চালি লোকের বসতি হইয়া কৃষিকৰ্ম্ম চলিতে পারিত, তবে ঐ ভূমিতে সকল শস্যই জন্মিত ; কেননা তথাকার ভূমি বড় উর্বরা। নিত্ত্যনিন্দ । সেখানে কোন বস্তু জন্মে ? পরমানন্দ । এই জেলাতে ধান্য, নীল, নারিকেল, পাটী, কাপড়, আর গব্য, এই সকল সামগ্ৰী বড় উৎকৃষ্ট জন্মে। নিত্যানন্দ । এ জেলাতে কিং প্রধান নদী আছে ? পরমানন্দ lvএই জেলাতে ভৈরব, চিত্র, নবগঙ্গা, কমার, মধমন্ত্রী, ইহারাই প্রধান। t & خانه নিত্যানন্দ । এই জেলাতে কত লোক ? পরমানন্দ। ইরাজী ১৮১৩ শালে খ্ৰীযুক্ত বড় সাহেৰেয় আজ্ঞাতে এই জেলায় বার লক্ষ লোক গণা গিয়াছিল; তাহার মধ্যে নয় আনা মুসলমান, সাত আন হিন্দু।