পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯ ৪ পাঠ । জেলা হুগলীর বিবরণ। নিত্যানন্দ । এই ক্ষণে তোমাকে জিজ্ঞাসা করি, হুগলী জেলার বিবরণ বল দেীি ? পরমানন্দ। তবে গুন ; হুগলী জেলার উত্তর সীমা জেলা বদ্ধমান, তাছার পূর্ব সীমা গঙ্গা, তাহার দক্ষিণও পশ্চিম সীমা জেলা মেদিনীপূরের সীমার লাগাও । সহর হুগলী গঙ্গার নিজ পশ্চিম ধারে; এব• তাহারি ক্রমশঃ দক্ষিণ ঐ নদীর নিজ পশ্চিম তীরেং চন্দননগর, এরামপুর, এই দুই সহর ইব্রাজ ভিন্ন আর দুই প্রকার ইউরপীয় লোকদের অধিকার, অর্থাৎ ফরাসিসদের চন্দননগর, এবং দিনামারদের ঐরামপুর সহর আছে। এই দুই সহর ছাড়া জেলা হুগলীর মধ্যে ছুঁচড়া, চন্দ্রকোণা, উলুবাড়িয়া, ক্ষীরপাই, ইত্যাদি প্রধানং নগর আছে। আর এই বঙ্গদেশে যখন মুসলমানের অধিকার ছিল, তথন পোর্বুর্গীয়, ইব্রাজ, ফরাসীস, দিনামার, ওলেন্দাজ ইত্যাদি অনেক জাতি বাণিজ্য জন্যে হুগলী সহরে কুষ্ঠা করিয়াছিল। প্রায় দুই শত বৎসর হইল এক বার পোস্তুগী লোকদের সঙ্গে নৰাৰি লোকদের বিরোধ হইয়া এক যুদ্ধ উপস্থিত হইয়াছিল; তাহাতে পোস্তুর্থীশের পরাজিত হইয়া আপনাদের অনেক জাহাজ ইত্যাদি ত্যাগ করিয়া কেবল তিন থানা জাহাজে আপনাদের প্রাণ লইয়া কতক লোক পলায়ন করিয়াটুিল, আর শতং লোক পলাইতে না পারিয়া শত্ৰু হন্তে পতন ভয়ে ধনেতে পরিপূর্ণ এক জাহাজে চড়িয়া তাহার মধ্যে বারুদের গাদায় আগুন দিয়া আপনারা ধনে প্রাণে নষ্ট হইয়াছিল।