পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هصه নিত্যানন্দ। এই জেলায় লোক কত গুলি হইৰে ? পরমানন্দ। এখানে প্রায় ১২ লক্ষ লোক আছে; তাহার তিন ভাগ হিন্দু, এক ভাগ মুসলমান । নিতানন্দ। এ জেলায় কোনং সামগ্র ভাল জন্মে ! পরমানন্দ ] প্রতি বৎসর এই জেলায় বন্যার জল উঠে, এই জন্যে ধামা, চিনি, নীলাদি যথেষ্ট জন্মে ; আর এ জেলাতে ঐঞ্জযুত কোল্পানী বাহাদুরের অনেকং থয়রাতী পাঠশালা আছে। محسسحومه حجيمس ومسسد ৫ পাঠ । জেলা নদীয়ার বিবরণ । নিত্যানন্দ ] ওহে ভাই পরমানন্দ, নদীয়া জেলার সীমার ঠিকানা কত দূর বল দেথি ? পরমানন্দ। এই জেলার উত্তর সীমা জেলা রাজসাহীর সীমার লগাও, দক্ষণ সীমা ২৪ পরগণার সীমার লাগাও, পূৰ্ব সীমা জেলা যশাহরের সীমার লাগাও, পশ্চিম সীমা ভাগীরথী নদী। নিতানন্দ । এ জেলাতে সমুদয় কত লোক আছে ? পরমানন্দ ॥৭এই জেলাতে লোক প্রায় চৌদ্দ লক্ষ আছে ; তাহার তিন ভাগ হিন্দু, সিকি মুসলমান। নিত্যানন্দ এই জেলাতে কোনং সামগ্ৰী জন্মে । পরমানন্দ। এই জেলার ভূমি বড় উচ্চ, এই জন্যে এ জেলায় গৰ্য, কলাই, কোষ্টা, শন, তামাকু নীল,চিনি, আউচ,পিপুল,উত্তম আমু, ইত্যাদি সামগ্ৰী অনেক জন্মে ; কিন্তু ধান্য কিছুঅল্প হয় । আর এই জেলাতে অনেকং গুণবান লোক আছে; শিল্প বিদ্যাদি