পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ג'סי শাস্ত্রীয় বিদ্যা পর্যান্তের চচ্চাতে এই জেলার প্রধান স্থানের লোক সকল প্রায় বিরত নহে। নিত্যনন্দ। ভাল, জেলার গণ্ডগুমি সকলের নাম কি? পরমানন্দ | এই জেলাতে প্রধান চারি সমাজ আছে, ১ নবদ্বীপ, খ শান্তিপুর, ও উল, ৪ কুমারহট্ট। এই চারি সমাজ ছাড়া তন্তুল্য শিবনিবাস, কৃষ্ণনগর, সূৰ্যসাগর,রানাঘাট,চাকদহ,বজরাপুর ইত্যাদি অনেৰুখ ভল্লুস্থান আছে। জেলার আদালতের কাছারী মো কষ্ণনগরে। পূৰ্বে স্তৰে বাঙ্গালার রাজধানী নবদ্বীপের নিকট ছিল ; কিন্তু ইংরাজী ১২-৪ শকে সাহ ফুটবদানের আমলে মুসলমানেরা বঙ্গ দেশ জয় করিয়া গৌড় সহরে বঙ্গ দেশের রাজধানী উঠাইয়া লইয়া গেল, তদবধি ক্রমেতে নবদ্বীপের দ্রাস হইয়া জাসিতেছে । আর এই জেলাতে পলাশী নামে নগর, যেখানে ইরাজী ১৭৫৮ শালে ইরাজের নৰাবকে যুদ্ধে পরাস্ত করিয়া বঙ্গ দেশ অধিকার করিয়াছিলেন।