পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ ৩ পাঠ । cबणा क्कीमानङ्ग विबङ्ग१ । , নিতানন্দ। জেলা বর্ধমানের সীমা কত দূর ? পরমানন্দ। এই জেলার উত্তর সীমা অজয় নদ, দক্ষিণ সীমা মেদনীপুর ও হগলীর সীমা লাগাও, পূৰ্ব সীমা ভাগীরথী নদী পশ্চিম সীমা জঙ্গলমহাল জেলার সীমার লাগা । নিত্যানন্দ। সমুদয়েতে এই জেলায় লোক কত ? পরমানন্দ। এই জেলাতে অগণ্য লোক আছে ; অনুমান হয় ১৪৫০০০ সাড়ে চৌদ্দ লক্ষের কম নয়; কিন্তু তাহার মধ্যে তের আন হিন্দু, তিন আন মুসলমান। নিতানন্দ। এখানকার ভূমি কেমন? পারমানন্দ। এখানকার ভূমির কথা আর জিজ্ঞাসা কর কি, এমন ਦ੍ਰੇ প্রায় কোনখানে নাই, ভূমি বড় উৰ্বরা; এবং চাসীপ্রজাসকল ও বহুলুমী, এই জন্যে এ জেলায় তুলা, রেসম, পান, তামাকু নীল, ও ধান্যাদি নানা শস্য অপৰ্যাপ্ত জন্মে । নিত্যানন্দ। এ জেলার মধ্যে প্রধান কোনং নগর ? পরমানন্দ। এ জেলার প্রধান নগর নিজ বর্ধমান, যেখানে বন্ধমানে রাজার বাস। ঐ রাজধানীতে নুনাধিক পঞ্চাশ সহসু লোক আছে। আর এই জেলাতে কাঞ্চন্তনগর, কাটুৱা, অম্বিক, ম নিকুড়, মঙ্গলকোট, ইত্যাদি বড়ং গও গ্রাম সকল আছে, ইহার মধ্যে কোনং স্থানে প্রযুক্ত সাহেৰ লোকেরা পাঠশালা করিয়া বালকদিগকে বিদ্য গুদান করিতেছেন । নিতানঙ্গ। এই জেলার মধ্যে কোন নদী আছে ?