পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vლyNS) , পরমানন্দ । এই জেলার সীমায় প্রধান নদ নদী দামোদর, গঙ্গা, ও অজয় । এই দামোদরের দুই ধারা আছে, পূৰ্বে এক ধারা বার আনি ছিল, অন্য ধারা চারি অান ছিল ; কিন্তু এইক্ষণে প্রায় আশী বৎসর হইল তাহার বিপরীত হইয়াছে, অর্থাৎ ছোট ধারা বড় হইয়াছে, ও বড় ধারা ছোট হইয়াছে । -ஒைக ৭ পাঠ । ८ऊब्जां छक्श्ल ब्षश्लङ्ग दिवङ्ग१ ॥ নিত্যানন্দ। জঙ্গল মহল জেলা কত দূর, আর লম্বা চেড়ায় কত ক্রোশ ? পরমানন্দ। এই জেলার উত্তর সীমা বীরভূমির সীমার লাগাও, দক্ষিণ সীমা মেদিনীপুরের সীমার লাগাও, পৰ্ব সীমা বদ্ধমান জেলার সীমার লাগাও, পশ্চিম সীমা রামগড় ও ছোট নাগপুরের সীমার লাগাও । এ জেলা পূৰ্ব পশ্চিমে লম্বা ১০ ক্রোশ, উত্তর দক্ষিণে প্রস্থে ৬৫ ক্রোশ । \ - নিত্যানন্দ । এ জেলা পুরাতন কি নূতন ? পরমানন্দ। এ জেলা নূতন পূৰ্বে ইহা স্বতন্ত্র জেলা ছিল না, ২• বৎসর হইল বীরভূমি ও মেদিনীপুর ওঁ বৰ্দ্ধমান এই তিন জেলার মধ্যে কিঞ্চিৎ ২ ভাঙ্গিয়া এই জঙ্গল মহল জেলা হইয়াছে । এ জেলা নূতন পত্তন হয়, তজ্জন্যে লোকসংখ্যা জানা যায় নাই। নিজানন্দ । এ জেলার প্রধান নগর কি ২ ? পরমানন্দ। এ জেলার প্রধান নগরের নাম বাঁকুড় । এই ক্ষণে বিচারকত্ত জর্জ সাহেব সেই খানে আছেন; আর বন্দুয়ানদের