পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nෆීෆ් কারাগার ও সেই থানে। আর বিষ্ণুপুরের রাজাদের যত অধিকার ছিল, সে সকলই এই জেলা ভূক্ত হইয়া গিয়াছে। বিষ্ণুপুরের রাজাদের রাজ্য অতি পূৰ্ব কালের । ঐ রাজারা ঐ পর্যন্ত নিস্করে এক বংশে একাদি ক্রমে এগার শত বৎসর ঐ রাজ্য ভোগ করিয়া আসিতেছিল, পরে কতক ঐক্রযুক্ত কল্পানী বাহাদুর ও প্রযুক্ত বদ্ধমানের রাজ। ক্রয় করিয়া লইয়াছেন। নিতানন্দ । এ জেলাতে কোন ২ নদী প্রধান আছে? পরমানন্দ। দামোদর, অজয়, শীলাই, দালকীশ্বর, কঁশাই, এ জেলাতে ইহারই প্রধান নদী। নিতানন্দ । আর একটা কথা জিজ্ঞাসা করি, কলিকাতাহইতে কাশী পর্যন্ত যে একটা নুতন বাধা রাস্তা গিয়াছে, সে কোন দিক্‌ দিয়া গিয়াছে ? পরমানন্দ । সে রাস্তা এই জঙ্গল মহলের উপর দিয়া গিয়াছে। سیستمهخه aseست. ৮ পাঠ জেল মেদিনীপুরের বিবরণ। নিত্যানন্দ । এ জেলার সীমা কোন পর্যন্ত ? পরমানন্দ। এই জেলার উত্তর সীমা জঙ্গল মহল ও বদ্ধমানের সীমার লাগাও, দক্ষিণ সীমা বালেশ্বরের ও সমুদ্র সীমার লাগাও; পূৰ্ব সীম ভাগীরথী নদী, পশ্চিম সীমা ঐ ময়ুরভঞ্জ ও রামগড়ের সীমার লাগাও। অনুমান হয় এই মেদিনীপুর .দীর্ঘে শাস্ত্রীয় এক শত বিশ ক্রোশ, প্রন্থে আশী ক্রেশ ইংরাজী ১৭৭• শকে এই জেলাতে অতিশয় আকাল হইয়া তথাকার প্রায়