পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N©(* অৰ্দ্ধেক লোক মরিয়া গিয়াছিল, এবং ১৭৯৯ শর্কে আরও একটা ক্ষুদ্র আকাল হইয়াছিল, তাহার পর অবধি ক্রমেতে এখানকার লোকের বৃদ্ধি হইতেছে। নিত্যয়নন্দ । এই জেলার লোকস°খ্যা কত বলিতে পায় ? পরমানন্দ । তবে শুন ভাই । ২৩ বৎসর হইল, ইরাজ বাহাদুর একবার থানাসুমারি করিয়াছিলেন, অর্থাৎ আপন অধিকারের লোক গণিত করিয়াছিলেন; তাহাতে জানা গিয়াছে, যে এই জেলাতে প্রায় ১৫ লক্ষ লোক আছে, সে তাবৎই প্রায় হিন্দু। নিত্যানন্দ ! এ জেলায় বাণিজ্যের কোন ২ বস্তু জন্মে? পরমানন্দ । এই জেলাতে চিনি, গুবাক, নীল, শানবস্ত্ৰ, এই সকল সামগ্ৰী অতি উত্তম জন্মে। এখানকার প্রধাননগর মেদিনীপুর, জলেশ্বর, পিপলী, নাগরগড়, অমলোক, থিজুরী। প্রথমে সাহেব লোকেরা আসিয়া ঐ পিগলীতে কেনা বেচা ব্যবহার করিতেন । - حجرج همareسسه ৯ পাঠ । কটক জেলার বিবরণ । নিত্যানন্দ । এ জেলার সীমা বত দূর নিয়া ? পরমানন্দ। ইহার উত্তর সীমা মেদিনীপুর ও ময়ূরভঞ্জের সীমার লাগাও; দক্ষিণসীমা গঞ্জাম দেশ; পূর্ব সীমা বাঙ্গালার মহাথালঃ পশ্চিম সীমা উড়িষ্যার অন্তর্গত ক্ষুদ্রং রাল্য । তাহার লম্বাই ১৪• ক্রোশ; প্রস্থে ৫৫ ক্রোশ। পূৰ্বকাল অবধি ইহার मृहे थख হইয়াছে, উত্তর খণ্ডের নাম বালেশ্বর,দক্ষিণ খণ্ডের নাম জগন্নাথ৷ নিতানন্দ । ইহাতে কত লোক আছে ?