পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ পরমানন্দ। অনুমান কটক জেলায় বার লক্ষ লোক আছে: তাহার সকল লোকই প্রায় হিন্দু। এই কটক অঞ্চল সমুদ্রের জলে প্লাবিতপ্রযুক্ত লোকদের বড় পীড়া জন্মায়; এবং খাদ্যদ্রব্যেরও সুখ বড় নাই। আর এখানকার লোক সকল প্রায় দুর্থী। এদেশের সামগ্রীর মধ্যে চালু ও লবণ, ও উত্তম অস্ত্র, ও প্রস্তর, আর লোহার কড়াই । - নিজানন্দ । এখানকার প্রধান নগর কি ২ ? পরমানন্দ । এই জেলাতে প্রধান নগর স্বালেশ্বর, ভদ্রক, কটক, জগন্নাথ প্রভৃতি। জেলার মধ্যস্থানে মহানদী আছে ; এব• তাহার অনেক সোঁতা অর্থাৎ অনেকু ছোটং খাল আছে; তাহাতেই এ দেশে জলকষ্ট নাই । -