পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سواجه ঐ ঢাকা নগর বঙ্গ দেশের প্রধান রাজধানী হইয়া ১ বৎসর পর্যন্ত সমভাবে ছিল, এই জন্যে ঐ ঢাকাতে আর তাহারি চারিদিকের গ্রামেতে বিবেচনা করিয়া দেখা গিয়াছে, যে নুনাধিক বার লক্ষ লোক, কিন্তু হিন্দু অল্প, মুসলমান অধিক। ঢাকায় রাজধানীর পূর্বে রাজমহলে ও তাছার পরে মুরশিদাবাদে বাঙ্গালার প্রধান রাজধানী ছিল। এই জেলাতে ঢাকা ছাড়া আরও দুই প্রধান নগর আছে ; "তাহার নাম নারায়ণগঞ্জ ও স্বর্ণগ্রাম ; নারায়ণগঞ্জে ১৫ হাজার লোক আছে ; তথাকার লবণ, ও শস্য, ও তামাকু, এই সকল সামগ্ৰী লইয়া অনেক বাণিজ্য কৰ্ম্ম চলে। স্বর্ণগুমে থাসা বস্ত্র জন্মে । - নিতানন্দ । এই জেলাতে কোনং প্রধান নদী আছে ? পরমানন্দ। বুদ্ধ পুত্র, বুড়ীগঙ্গা, দলসরাই, লক্ষ্মী, এই সৰল প্রধান নদী আছে । -லைகை ২ পাঠ । , ঢাকা জালাল পুরের বিবরণ। নিত্যানন্দ। এ জেলার সীমা কত দূর পর্যন্ত ? পরমানন্দ । এই জেলা" উত্তর সীমা রাজশাহী ও ময়মনসি”হের সীমার লাথাও ; দক্ষিণ সীমা বাক্ষরগঞ্জের সীমার লীগাও ; পূৰ্ব সীমা ঢাকা জেলার সীমার লাগাও ; পশ্চিম সীমা যশোহরের সীমার, লাণীও । ২৭ বৎসর হইল ইব্রাজ ১৮•• শৰে ঢাকা জালালপুরের মধ্যে জঙ্কিণ অঞ্চলের ক্লজক ভাগ করিয়া বাকরণগু নামে নূতন এক জেলা *खल कं★न,{} · १ :श्** , , , , , , , , ५s, নিত্যানন্দ। ঢাকা জালালপুর জেলাতে লোক কঙ্ক .