পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిస్రి পরমানন্দ। এখন অনুমান হয়, যে চাকা জালালপুরে ৮ লক্ষ লোক আছে ; তাহার সাত আনি হিন্দু, নয় আনা মুসলমান । নিত্যানন্দ । এ জেলাতে কোনং বস্তু জন্মে ? পরমানন্দ। বর্ষাকালে প্রায় এই জেলা পদ্মা ইত্যাদি নদীর জলেতে প্লাবিত হয়, এই হেতুক সেখানকার ভূমি বড় উৰ্বরা । অন্যং দেশ অপেক্ষায় এখানে যথেষ্ট ধান্য জন্মে, এবং নীল, ৪বাক, ও বাঙ্গানামে এক প্রকার কাপাস, ও ডিমূট, গ্রাসা, ইত্যাদি অনেক প্রকার বস্ত্র জন্মে । নিত্যানন্দ ] এ জেলার প্রধান নগরের নাম কি ? পরমানন্দ। এ জেলার এক প্রধান নগরের নাম ফরিদপুর, যেখানে জজ সাহেবের বাসস্থান ও কাছারী ; এবং তথাতে এক জন কালেকটর সাহেব থাকেন; আর জেলার মধ্যে দমরায় নামে যে এক স্থান আছে সে কাপড়ের প্রসিদ্ধ এক আড়ঙ্গ । নিত্যানন্দ । এখানে কোন২ নদী আছে ? পরমানন্দ | এই জেলার প্রধান নদী পদ্মাবতী, সে জেলার মধ্যস্থানে আছে, তাহ ছাড়া অনেক ক্ষুদ্রং ও মাজারি নদী আছে! -ജ്ജ ുജ ৩ পাঠ ৮ জেলা ময়মনস্ট্রি’জের বিবরণ। নিত্যানন্দ । এ জেলার সীমা কোন পর্যন্ত । পরমানন্দ। ময়মনসিংহের উত্তর সৗম রঙ্গপুর জেলার সীমা ও গারো পৰ্বতের নীচ পর্যন্ত দক্ষিণ সীমা পকী মেলার সীমার লাগাও পূর্ব সীমা এইউ জেলার সীমার লাগাঁও, পশ্চিম সীমা জেলা রাজসান্ধীর সীমার লীগাও ।