পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8? পূৱ ভাগ্নে অনেৰ-পৰ্বত আছেঃ ঐ সকল পৰ্বত্তে কুকী, ও খালী, ও গারো, ইত্যাদি পৰ্বতীয় অনেক প্রকার লোকের বাস জেলার দক্ষিণ সীমা ত্রিপুরার সীমার লাগাও, পশ্চিম সীমা ময়মনসিংহের সীমার লীগাও ৷ . . . . . . নিত্যাৱন্দ । এ জেলাতে লোক কত্ত ? : o পরমাৱন্দ । এ জেলাতে যথেষ্ট পৰ্বত আছে, তৎপ্রযুক্ত জেলার লম্বী চৌড়ার অনুসারে অল্প লোক। ২৬ বৎসর ছইল একবার গণনা করা গিয়াছিল, তাহাতে জানা গিয়াছে যে লোক মূনাধিক পাচ লক্ষ হইবে তাহার মধ্যে হিন্দু নয় জান, মুসলমান সাত আন । निष्ठrांमकम । ५थtizन कि ९ जहग्र? - পরমানন্দ। এই জেলার মধ্যে যে নিম্ন ভূমি আছে, তাহাতে অপরির্যাপ্ত ধানা জন্মে ; আর পন্থতে যথেষ্ট কাপাস ও চিনি জন্মে ; আর বঙ্গ দেশমাত্ৰেতে যত পাকা এমারত হয় তাহাতে যত পাতরিয়া চূণের খরচ হয়, সে তাবৎ প্রায় প্ৰহট্টের আমদানী; আর অন্তর, কমললেবু মুগাৰুতি, ইত্যাদি সামগ্র অতি উত্তম জন্মে। আর এই জেলাতে কোমানীর হাতী খেদার কৰ্ম্ম আছে, অর্থাৎ পাহাড়হইতে হাতী নামিলে সেই হাতী ধরা পড়ে ; এই ফন্মের নিমিত্তে কতক গুলি লোক কল্পানীয় নিয়ত চাকর আছে, তাছারাই হাতী ধরে। এ জেলা অতি বড় লম্বা চেক্ষ, ইহাতে বিস্তুর পরগণ আছে। টােদৰৎসরের পূর্বে এখানকার রাজস্ব কড়ি জা