পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ ৫ পাঠ । জেলা বাকরগঞ্জের বিবরণ । নিতানন্দ । এ জেলার সীমার নির্ণয় কি প্রকার ? পরমানন্দ । বাকরগঞ্জের উত্তর সীমা ঢাকা জালালপুরের সীমার লীগাও ; দক্ষিণ সীমা সমুদ্রের তীর পর্যন্ত পূৰ্ব সীমা মেঘনা নদ, যাহতে এ জেলা আর ত্রিপুরা পৃথক হইয়া আছে; পশ্চিম সীমা যশোহরের সীমার লাগাও। ২৭ বৎসর হইল চাকা জালাপুরের দক্ষিণশ লইয়! এই জেলার পত্তন হইয়াছে । ইহার মধ্যে দক্ষিণ শাহবাজপুর নামে এক উপদ্বীপ আছে; সেখানে লবণজন্মে। আর পূৰ্বকালে মঘের আসিয়া এ অঞ্চলে মান প্রকার দৌরাত্ম্য করিয়া যাইত ; এইক্ষণে ইরাজের অধিকার হওয়াতে সে সকল নিবারণ হইয়াছে; ক্রমেতে সেখানকার লোক বৃদ্ধিও হইতেছে, আর নানা দ্রব্যও জন্মিতেছে । নিত্যানন্দ । তথাকার লোকসংখ্যা কত, এবং ভূমি ভাল কি झरना ? পরমানন্দ । এই জেলায় যত লোক আছে তাহার দশ জানা হিন্দু, ছয় আনা মুসলমান। লোক ও ন্যুনাধিক ৰার লক্ষ হইবে । এই জেলা নিম্ন ভূমি, সেই জন্যে বৎসরং ইহাতে জল উঠে। অতএব এখানকার ভূমি বড় উর্বর ,এখানকার ভূমির এমনি গুণ, যে বৎসরেতে দুই বার ধান্য জন্ধে কলিকাতাতে ও জন্য ২ স্থানে ঐখানকার যথেষ্ট চাউলের আমদানি হয় । মিভ্যানন্দ । এ জেলার প্রধান নগর কি ? পরমানন্দ এখানকার প্রধান মজার বরিশাল, উখাজে রাজধানী হওয়াড়ে লোকসংখ্যার আর বাণিজ্যের বৃদ্ধি হইতেছে । ছান্ত্রিশ