পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8°。 রৎসরের আগে এই জেলার রাজধানী বাকরগঞ্জে ছিল ; এইক্ষণে ক্রমে ২ তাহার ক্রাস হইয়া বরিশাল বদ্ধিষ্ণু হইতেছে। নিত্যানন্দ। ভাল, অল্প দিনের মধ্যে এই জেলাতে যে একটা জল প্লাবান হইয়াছিল তাহার বিবরণ কিছু বলিতে পার : । BBBDS BBB BB BBS BB BB DDS BBB EJDDS শালের ৬ জুন বৃহন্নতিবারে, জোয়ারের জলে মেঘনা নদ বড় বাড়িয়ছিল, এবং বড় হইয়া বড় তুফান হইয়াছিল, তাহতে ঐ নদের বাধের উপর দিয়া তিন চারি হাত উচ্চ হইয়া ঢেউ উঠিয়াছিল ঐ ঝড়েতে অনেক লোকের ঘর, দ্বার, ও গাছ, পালা, ইত্যাদি ভাঙ্গিয় দলমাল হইয়া গেল। কিন্তু উছার পরে আরবার যে দুৰ্দ্দশা ঘটিয়াছিল, তাহার সঙ্গে তুলনা দিতে গেলে অতি সামান্য বোধ হয় ; কেননা পুনৰ্বার রাত্রি যোগেতে অতিবাদ জল বাড়িয়া ঐ বাধ ভাঙ্গিয়া একেবারে জেলাসমেত্ত জলেতে জুবিয়া গেল । যে সাহেব সেখানে গিয়াছিলেন তিনি গাছের গায়ে জলের দাগ মাপিয়া দেখিয়াছিলেন, যে মাটীর উপরে বারে হাত পর্যন্ত উচ্চ হইয়া জল উঠিয়াছিল, এৰ কতক গুলা লোক গাছের উপর চড়িয়া অনাহারে কাতর হইয়া মরিৱার ভয়ে আপনাদের বস্তুদ্বার গাছের সঙ্গে শরীর জড়াইয়া বাধিয়াছিল; কিন্তু শেষে তাহদের এই হইল, যে গাছের গায়ে বাধা থাকিয়া অনাহারে প্রাণ গেল। এই মৰূেপবেজে যাহারা বাচিয়াছিল, ठांझांzलङ्ग श्रौदमथांग्नरथंद्र जाना ঐযুক্ত গবৰ্ণর জনরল বাহাদর মো" কলিকতাহইতে সাত হাজার বোরা চাউল, ও তৈল, লবঙ্গ, বৃত্ত, লঙ্কামরিচ, দাইল, ইত্যাদি পাঠাইয়াছিলেন ; আর শহর কলিঙ্কা, তায় ষ্টা করিয়া ওকল্পনি বস্থার নিজহইতে যত টাকা দিয়াছিলেন, সমুদায় তথ্যতে পাঠাইয়াছিলেন। এই উপত্ৰবেতে বরিশালে