পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) পর্যন্ত; পূৰ্ব সীমা দিনাজপুরের সীমার লাগাও; পশ্চিম সীমা ত্ৰিহত জেলার সীমার লাগাও। পূৰ্বে এই পুরুগিয়া জেলার নাম ছিল ধৰ্ম্মপুর। নি। এ জেলাতে লোক কত ? প। ষোল বৎসর পূৰ্বে এই জেলায় উনত্রিশ লক্ষ লোক গণ গিয়াছিল ; তাহার মধ্যে নয় আনা হিন্দু, সাত আন মুসলমান। নি | তথাকার উৎপন্ন বস্তু কি ? প | এই জেলার বলদ অতি বড়ং হয়,কিন্তু ইহার পশ্চিম অঞ্চলে আরও বড় হয়। এই জেলায় ধান্য, নীল, ঘৃত, তৈল, গোম, যথেষ্ট জন্মে, আর মোরঙ্গ পৰ্বতহইতে বড় চৌকর দোকর ইত্যাদি বাহাদুরী কষ্ঠের আমদানী হইয়া বাণিজ্যের জন্যে নানা স্থানে চালান হয়। আর জেলাতে রেলমী পট্টবস্ত্র ও কাপাসক বস্ত্র অনেক জন্মে । নি। এ জেলার মধ্যে প্রধান নগর কোনং ? প। এখানকার প্রধান নগর পূরণীয়, নাথপুর, কসবা, ইত্যাদি কিন্তু জেলার বিচারস্থান নিজ পূরণিয়াতে, তথাকার জজ কালেক্টর। শহরেতেই আছেন ; ঐ শহরেতে অনুমান চল্লিশ হাজার লোক আছে । নি। এ জেলার প্রধান নদী কত ? প। এ জেলার প্রধান নদী কুশী ও কঙ্কা। এই দুই নদী নেপালের পাহাড়হইতে বাঙ্গালায় আসিয়া পূৰ্ব গামিনী হইয়া গঙ্গাতে মিলিয়াছে। মোরঙ্গহইতে অনেক বাহাদুরী কাষ্ঠ কুশী বহিয়া বাহির হয়, এই কাষ্ঠ কুশীর দুয়াবার কাষ্ঠ নামে প্রসিদ্ধ; ইহার কিছু মূল্য অধিক কারণ ঐ দুয়াবার কাষ্ঠ,বড় শক্ত ও ছে লম্বা । -