পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

俊$ ১৪ পাঠ । জেলা দিনাজপুরের বিবরণ। নিতানন্দ । জেলা দিনাজপুরের সীমা কত দূর লইয়া । পরমানন্দ। দিনাজপুর জেলার পূর্ব সীমা রঙ্গপুরের সীমার লাগাও; পশ্চিম সীমা পূৰ্ব্বণিয়ার সীমার লাগাও; দক্ষিণ সীমা জেলা রাজসাহীর সীমার লীগাও । এই জেলা তিন কোণা, ইহার এক কোণ উত্তর দিকে প্রায় কোচ বিহার পর্যন্ত গিয়াছে, সেই জন্যে কেবল তিন দিকের সীমার বিবরণ লেথ গেল । নি । এই জেলাতে লোক ব! কত, আর কোনং বস্তু জন্মে ? প। ১১ বৎসর হইল এক বার গণ গিয়াছিল, যে সেখানে তিন লক্ষ লোক আছে; তাহার মধ্যে এগার আন মুসলমান, পাচ আন হিন্দু ; এই জেলার লোক প্রায় দুর্থী। আর নিজ জেলাতে ধান্য, পাটকোষ্টা, কেঁচড়া তামাকু সর্ষ, মন্দ কাগজ, চেটই, মেকলী, সূতা, ইত্যাদি অনেক জন্মে । নি। এই জেলাতে প্রধান কোনং নগর আছে ? প। এ জেলার প্রধানং নগরের নাম দিনাজপুর, মালদহ, রাজগঞ্জ, ভবানীপুর, প্রভৃতি নিজ দিনাজপুরে জজসাহেব ও কালেকটর সাহেব থাকেন, এবং তথাতে লোক প্রায় ত্ৰিশ হাজার আছে । মালদহে এযুত কোম্নানৗ বহারের কাপড়ের কৃষ্ঠা আছে ; ঐ মালদহেতে যে সকল পাক অট্টালিকা আছে সে সমুদয় প্রায় গৌড় সহরের পুরাতন ইটের । মোঃ রাজগঞ্জে অনেক প্রকার বাণিজ্য হয় ; ভবানীপুর প্রতি বৎসর এক বরং লোকের মেলা হয়, তাহতে প্রায় লক্ষাবধিলোক আসিয়ানান সব্যসামগ্ৰীক্ৰয় বিক্রয় করে | እሷ' •