পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6& নি। এ জেলার কোনং নদী প্রধান ? প। দিনাজপুরের পশ্চিমাংশে প্রধান নদী মহানন্দ ও পুনর্ভবা, এই দুই নদী পূৰ্ব্বণিয়া ও দিনাজপুরের সীমার মধ্যে ব্যবধান আছে; ও তাহার পূর্বাংশে করতোয় নামে যে নদী সে রঙ্গপুর ও দিনাজপুরের মধ্যখানে হইয়া গিয়াছে। ১৫ পাঠ । জেলা রঙ্গপুরের বিবরণ । নিত্যানন্দ । এ জেলা কেমন স্থান ? পরমানন্দ । এ জেলা বাঙ্গালার উত্তর সীমার শেষ ; ইহার উত্তরে আর বাঙ্গালার সীমা নাই। এই রঙ্গপুরের উত্তর সীমাকোচ ও ভোটের দেশের সীমার লাগাও ; দক্ষিণ সীমা ময়মনসিংহও রাজসাহী জেলার সীমার লাগাও; পূৰ্ব সীমা আসাম দেশের ও গারো পর্বতের পশ্চিম সীমার লাগাও ; পশ্চিম সীমা দিনাজপুরের সীমার লাগাও। এই জেলার নিজ উত্তরে কোচ বেহারের সীমা,সেখানকার রাজধানীতে ঐযুত কোল্পানী বহারের নিযুক্ত এক জন সাহেব আছেন ; তাহার ভার এই আছে, যে সেখানকার রাজার ঠাই নিয়মিত কর গ্রহণ করিয়া সদরে চালান করেন। নি। এ জেলায় লোক কত আছে ? প। রাঙ্গামাটা ও বিজনীর কতক দেশ এই জেলা ভূক্ত আছে; ইহাতে সৰ্বসমেত ২৭ লক্ষ লোক হইবে। তাহার মধ্যে অর্ভেৰ হিন্দু, অর্ধেক মুসলমান। - নি। এ জেলাত্তে কোনং দ্রব্য জন্মে ।