পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

《) প। এই রঙ্গপুরে চুর্থ পান, গোম, তামাৰু পলুপোকা, লাহার পোকা, বঁাশ, ইত্যাদি অনেক জন্মে; এবং এই রঙ্গপুরের পর্বতে ব্যাঘ্র হস্তী, ভালুৰু, বানর, ইত্যাদি হিংসক জন্তু যথেষ্ট আছে। নি । এই জেলার প্রধান নগর কি ? প। প্রধান নগর রঙ্গপুর; তাহারি নিকটে ধাপ নামে এক গ্রাম আছে, ঐ ধাপে জজ সাহেব ও কালেকটর সাহেব থাকেন ; আর মঙ্গলহাট, গোয়ালপাড়া, এই দুই প্রধান নগরও আছে । এই জেলায় আসাম দেশীয় অনেক লোক আসিয়া বাণিজ্য করে । নি। এই রঙ্গপুর জেলাতে প্রধান নদী কিং আছে ? প। এই জেলার প্রধান নদী তিসু, ইহার যথার্থ নাম ত্রিস্রোতা; এই নদী রঙ্গপূরের উত্তরহইতে ২৫° ক্রোশ আসিয়া পদ্মার সঙ্গে মিলিয়াছে। আর করতোয় নামে অন্য এক নদী দিনাজপুর ও রঙ্গপুরের সীমার মধ্যখানে থাকিয়া দুই জেলাকে পৃথক করিয়া তিস্লাতে মিলিয়াছে। - ১৬ পাঠ । হিন্দুস্থানের নদীর বিবরণ। নিত্যানন্দ । ওহে ভাই, বঙ্গ দেশের সকল জেলার বিবরণ শুনিয়া আহ্লাদিত হইলাম, এখন অনুগ্রহ করিয়া হিন্দুস্থানের যেং প্রধান নদী অাছে তাহfর বিবরণ কিঞ্চিৎ ৰল শুনি। পরমানন্দ । তবে বলি গুন, এই হিন্দুস্থানে অনেক নদী আছে, তাহার মধ্যে সৰ্বপ্রধান গঙ্গা। এই গঙ্গা হিন্দুস্থানের উত্তর হিমালয় পৰ্বতহইতে নির্গত হইয় তের শত ক্রোশ পর্যন্ত আসিয়া কলিকাতার দক্ষিণে ভারত সমূত্রে মিলিয়াছে আর যমুনা,গোগর, শোণ, গণ্ডকী, কুশী, ইত্যাদি কতক নদী এই গঙ্গাতে মিলিয়াছে।