পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ፄ • নি। গঙ্গার সমান দীঘ পুস্থ নদী আর আছে কি না ? প। এ দেশের মধ্যে গঙ্গা অতিশয় দীর্ঘ নদী বটে ; কিন্তু অন্যং দেশে ইহাহইতেও দীর্ঘ নদী অাছে। আসিয়ার মধ্যে চীন দেশে হোআনহে নামে যে এক নদী আছে, সে দীর্থে সতের শত পঞ্চাশ ক্রোশ ; ঐ দেশে আরও এক নদী আছে, সেও দীৰ্যে উনিশ শত ক্রোশ । এবং দক্ষিণ আমেরিকাতে এক নদী অাছে, তাহার নাম আমাজন, সে পৃথিবীর সকল নদী অপেক্ষায় বড়, সে যেখানহইতে বাহির হইয়াছে, সেখানহইতে দুই হাজার এক শত ক্রোশ চলিয়া আসিয়া মহাসাগরে মিলিয়াছে । নি। এই ক্ষণে আরং নদীর বিশেষ বিবরণ কিছু বল। প। তবে প্রথমে ব্ৰহ্মপুত্র নদের বৃত্তান্ত গুন ; এই বুহ্মপুত্র হিন্দুস্থানের মধ্যে এক প্রধান নদ, এই নদের জন্মস্থান গঙ্গার উৎপত্তি স্থানের প্রায় নিকট। আর বলি স্তন, পদ্মা নামে গঙ্গার যে এক প্রবল ধারা বাহির হইয়াছে, সেই পদ্মা এই বুহ্মপুত্রের সঙ্গে মিলিয়া ত্রিপুরার নিকট দিয়া বাঙ্গালার মহাথালে প্রবেশ করিয়াছে । নি। বুহ্মপুত্র আর গঙ্গাতে লম্বায় সমান কি না ? প। বুহ্মপুত্রের জন্মস্থান আর গঙ্গার জন্মস্থান এই দুই নিকট বটে, তৎপুযুক্ত দীঘেঁতে সমান, তথাপি কোনং স্থানে উভয়েতে এক হাজার পঞ্চাশ ক্রোশ অন্তর। তাহারবীজ এই, যে গঙ্গা বাহির হইয়া দক্ষিণগামিনী হইয়াছে; আর বুহ্মপুত্ৰ পূৰ্ব অঞ্চলে অনেক দূর ফিরিয়া আসিয়া সমুদ্রের সঙ্গে মিলিয়াছে। এই ব্ৰহ্মপুত্র তিব্ৰত দেশ দিয়া পৰ্বভাগে গিয়া চীন দেশের সীমা দিয়া চলিয়া আসিয়া হঠাৎ জারবার পশ্চিমে আসাম দেশ হইয়া বঙ্গ দেশের লক্ষ্মীপুরের নিকটে জাসিয়া সমুদ্রে মিলিয়াছে। - নি। আর কোন প্রধান নদী যদি থাকে তবে তাহার বিশেষ বল