পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φb প। হিন্দুস্থানের প্রধান আর এক নদ সিন্ধু সিন্ধু নদ হিন্দুস্থান দেশের উত্তর পশ্চিম সীমা, ঐ নদ হিমালয় পৰ্বতহইতে বাহির হইয় এক হাজার ক্রোশ আসিয়া ইণ্ডিয়ন অর্থাৎ ভারত সমূত্রে মিলিয়াছে; তাহার সঙ্গে পথ ঘটিত শতদ্রু, বিপাশা, ঐরাবতী, চন্দ্র ভাগ, বিতত্ত্ব, এই পাচ নদীর মিলন হইয়াছে। এই পাচ নদীর মধ্যস্থিত যে সকল দেশ তাহাকে পঞ্জাব বলে। নি। ভাল, গঙ্গা ও বুহ্মপুত্র ও সিন্ধু এই তিন ছাড়া আর কোন প্রধান নদী আছে কি না ? প। আছে, তবে শুন । নৰ্ম্মদ নামেতে এক নদী আছে, সে নদী রাজমহলের পর্বতহইতে বাহির হইয়া পশ্চিম দিকে ছয় শত পঞ্চাশ ক্রোশ গিয়া সূরাষ্ট দেশের উত্তরে ভারত সমুদ্রে মিলিয়ছে । দ্বিতীয় গোদাবরী, সে বোম্বাইর নিকটহইতে বাহির হইয়া পূৰ্ব ভাগে সাড়ে সাত শত ক্রোশ গিয়া কর্ণাট দেশের উত্তরে ভারত সমুদ্রে মিলিয়াছে। তৃতীয় কৃষ্ণু,এই ক্ষু কর্ণাট দেশের ঘাট নামে পৰ্বতহইতে বাহির হইয়া পূৰ্ব দিকে প্রায় ছয় শত ক্রোশ গিয়া ভারত সমুদ্রে পুৰিষ্ট হইয়াছে ; এই সকল নদী ছাড়া হিন্দুস্থানে আরও অনেক ক্ষুদ্ৰং নদী আছে । নি। ওহে এ পর্যন্ত শুনিয়া তুষ্ট হইলাম, এখন নদীতে জীবের যে উপকার হয় তাহা বিশেষ করিয়া বল শুনি । - প। নদীতে জীবের কত উপকার তাহা দেখ । নদীর জল থাইয়। জীবজন্তু সকল বঁাচে,এৰ’সুনাদি করিয়া শরীর পাতল করে; আর নদীর উপর দিয়া নৌকা যোগে দেশ বিদেশে গিয়া নানা দেশহইতে বাণিজ্য করিবার জন্যে নানা সামগ্ৰী আনে আর যেং ভুমির উপরে নদীর জল অর্থাৎ বন্যা উঠে, সে সকল ভূমিকে এমত উৰ্বর