পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&సె করে যে তাহাতে সকল শস্যজন্মে, আরগাছ সকল সতেজ হইয়া বড় সফল হয়। এই প্রকার নদী সকল সকলেরি ভাল করে ; অধিক আর কি বলিব ? মহাত্মা পুরুষের সঙ্গে আর নদীর সঙ্গে দৃষ্টান্ত হয়, কেননা নদী যেমন সকলের উপকার আর আহ্বাদ জন্মায়, তেমনি মহাত্মাও পরের উপকারের নিমিত্তে বীচে।

  • -e

১৭ পাঠ । হিন্দুস্থানের গর্বতের বিবরণ। নি। ওহে,তুমি যে কথা কহিতেছ তাহ যথার্থ মানিলাম; এখন জিজ্ঞাসা করি, যে হিন্দুস্থানে কোন পৰ্বত আছে ? পরমানন্দ । হিন্দুস্থানেকএকটা পৰ্বত আছে, তাহার মধ্যেপ্রধান পৰ্বত হিমালয়; এই পৰ্বত শ্রেণী হিন্দুস্থানের উত্তর সীমা হইয়া প্রায় চারি হাজার ক্রেশ পর্যন্ত গিয়াছে ; ঐ হিমালয়হইতে সিন্ধু গঙ্গা, গোগর, বুহ্মপুত্র এই সকল প্রধান নদীর উৎপত্তি হইয়াছে। আর পৃথিবীর অন্যং পৰ্বত অপেক্ষায় এই পৰ্বত উচ্চ। পূৰ্বে ভূগোলবেত্তারা দক্ষিণ আমেরিকার আদিজ নাম পৰ্বত দেখিয়া এবং তাহার উচ্চতামাপিয়া অন্যং পৰ্বতশৃঙ্গহইতে ঐ পৰ্বতের শৃঙ্গ উচ্চ এই মত জ্ঞান করিতেন ; কারণ শৃঙ্গ সমেত ঐ পৰ্বতমাপিয়া দেখিয়াছিলেন, যে উচ্চ চৌদ্ধ হাজার হাত । কিন্তু তাহার পর লার্ড হেষ্টিস বহাদরের আজ্ঞাতে কএক জন সাহেব লোক হিমালয় পৰ্বতের উচ্চতা মাপিয়ছিলেন; সেই মাপাতে জানাগিয়াছে, যে হিমালয় পৰ্বতের এক শৃঙ্গ উন্থে আঠারে হাজার হাত; অতএব এই ক্ষণে সকলেই হিমালয় পৰ্বতর্কে উচ্চতম করিয়া মানেন।