পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Så e নি। হিন্দুস্থানে আর কোন প্রধান পৰ্বত আছে কি না . প। হিন্দুস্থানের অন্য প্রধান পৰ্বত রাজমহলের পর্বত; সেই পৰ্বতহইতে শোণ আর নৰ্ম্মদ। নদীর উৎপত্তি । আর দক্ষিণ দেশে ঘাট নামক পৰ্বতশ্রেণী আছে, সে সমুদ্রহইতে ৫ ক্রোশ দূরে থাকিয়া হিন্দুস্থানের দক্ষিণ সীমা অবধি উত্তরে সূরাষ্ট্রদেশ পর্যন্ত ব্যাপিয়া আছে; সে দক্ষিণ উত্তরে দীঘে ৭৮• ক্রোশ, উদ্বুেদুই হাজার হাত। কিন্তু এই দুই হাজার হাত উচ্চতাতেই মেঘের গমন রোধ করে, এই নিমিত্তে পূৰ্বের বাতাসে চলিয়া আইসে যে মেঘ সে ঐ পৰ্বতে রুদ্ধ হইয়া পৰ্বতের পশ্চিম দিকে বষিতে পারে না; এব• পশ্চিমের বাতাসে চলিয়া আইসে যে মেঘ সেও ঐ পৰ্বতে রুদ্ধ হইয়া পৰ্বতের পূর্বদিকে বধিতে পারে না। এতভিন্ন দেশেং আরও ক্ষুদ্রং পৰ্বত আছে । নি। ভালং এখন তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, পৰ্বতে জীবদের কিং উপকার হয় ? প। পৰ্বতে যে জীবদের কত উপকার সে কথা কি বলা যায়? পৰ্বতের ঝোরাতে এই নদী সকলের সৃষ্টি হইয়াছে, যে নদী নহিলে এক দণ্ড কাল চলে না। আরও স্তন, পৰ্বতে নানা গাছ আছে, এব° সেই সকল গাছের মধ্যে অনেক মহৌষধ আছে। আর বড়হ শাল, শিশু, সেগুণ, প্রভূতি কাষ্ঠেতে যত উপকার হয় তাহা আর বলিয়া বুঝাইব কি। মানুষের পরম উপকারী পপ্ত সকল পৰ্বতে আছে, আর পর্বতের গন্তে নানা ধাতুর আকর আছে, যে সকল ধাতু সৰ্বদা ব্যবহারে লাগে। আর বলিপ্তন,সমুদ্ৰ যত বড় প্রকাণ্ড তাহাও জান, এমত যে সমুদ্র তাহাকে ও পৰ্বত দিয়া বাধা যায়। আর দেখ, পৰ্বত থাকিলে দেশের কিবা শোভা, এবং তাহার