পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু১ শৃঙ্গের উপর উঠিতে পারিলে ঈশ্বরের চমৎকার সৃষ্টি দেখিয়া জ্ঞান আর ঈশ্বরের প্রতি ভক্তি জন্মে । নি। ওহে ভাই, পৰ্বত যে কত উপকারক তাহ শুনিলাম ; আর ঈশ্বর যে কোন বস্তু নিরর্থক সৃষ্টি করেন নাই, তাহাও বিলক্ষণ বুৰিলাম । ses magass="ndaags ১৮ পাঠ । সুিস্থানের বাণিজ্যের বিবরণ। নিত্যানন্দ। ভাল, এই হিন্দুস্থানের লোকদের যে পূৰ্বাপেক্ষায় এত ধনবৃদ্ধি হইতেছে ইহার কারণ কি ? পরমানন্দ। ইহার একটি কারণ এই, যে পূৰ্বকার রাজাদের আমলে প্রজাদের উপরে নানা প্রকারে লুট ডাকাইতি ইত্যাদি অনেক উৎপাত ঘটিত, তাহাতে প্রায় কাহারও ধন ड्वि ছিল না; এইক্ষণে ইরাজের আমলে সে সকল উৎপাত নাই, অতএব দিনেং লোকদের ধন বাড়িতেছে । দ্বিতীয় আরও এক কারণ বাণিজ্য ; দেখ, অন্য দেশের লোকেরা এ দেশের সামগুীর অনেক প্রয়োজন রাথে, এই হেজুক তাহ কিনিবার জন্যে বৎসরং যথেষ্ট ধন আনে, সে তাবৎ ধন এ দেশে ছড়াইয় পড়ে, সুতরা অনেকে ধনী হইতেছে ৷ নিত্যানন্দ । হিন্দুস্থানের যে২ বস্তু লইয়া অন্যং দেশের লোকদের অধিক বাণিজ্য হয়, সে কোনং বস্তু ? পরমানন্দ। তবে বলি গুন । প্রথম নীল। ত্রিশ বৎসরের অধিক এ দেশে ঐ নীলের চাষ কক্ষের বৃদ্ধি হইয়াছে; কাপড় রঙ্গাইবার জন্যে এই নীল প্রয়োজন। অনুমান হয় যে বৎসরে আশী