পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆశీ হাজার মোন নীলপ্রস্তুত হয়।যদিএবং মোনের মূল্য দেড়শতটাকা করিয়া ধরা যায়, তবে সৰ্বসমেত হিসাব করিলে বৎসরেতে এক কোটি বিশ লক্ষ টাকারও অধিক হয় । নি। তাল, নীলের কথা শুনা গেল, দ্বিতীয় কোন বস্তু তাহা বল ? প। দ্বিতীয়, ভুল। পূৰ্বে ভুল বাঙ্গালায় অনেক জন্মাইত; এখন দোয়াৰে অৰ্থাৎ গঙ্গা ও যমুনার মধ্যবর্বিদেশে তুলা অধিক জন্মে ; জুলার বস্ত কষিয়া জাহাজের অল্প স্থানের মধ্যে বোঝাই করিবার জন্যে কলিকাতায় আসিয়া কলদ্বারা গাইট বন্দি হয়, তাহাতে পাচ২ মোনী বড়ং বস্ত অতি ছেটিং হয়। পূৰ্বে চীনদেশে প্রতি বৎসর অনেক তুলা চালন হইত, এই ক্ষণে বৎসর পাঁচেক হইল ইলেণ্ডেও অধিক যাইতেছে, এবং তথাতে সেই জুলার সূতা হইয়া নানা প্রকার কাপড় জন্মিতেছে, ও জাহাতে যথেষ্ট লোকের প্রতিপালন হইতেছে । নি। তৃতীয় কোন বস্তু ? প। তৃতীয়,আফিম। প্রতি বৎসর মগধ দেশেও কাশীতে আফিম অনেক জন্মে। আফিমের বাণিজ্য কোল্পানী ছাড়া আর কাহারও করিবার সাধা নাই। প্রথমে যত আফিম জন্মে তাহ এক বার কোমানী ক্রয় করেন, পরে সিন্ধুক বন্ধি করিয়া নিলামে লাট বন্ধি হইলে মহাজনের লাটেতে ক্রয় করিয়া জাহাজদ্বারা ভিন্ন দেশে পাঠাইয়া দেন । আফিম কি প্রকারে জন্মে, তাহাও বলি শুন । পোস্তু নামেতে এক শস্য আছে, তাছার ক্ষেত্ত হয়, ঐ ক্ষেত্তে গাছ হইয়া প্রত্যেক গাছে অনেক ফল প্রসৱ করে ঐ সকল ফল বৈকালে ক্ষুদ্রং অন্ত্র বিশেষদ্বারা চিরিয়া.রাগ্নিতে হয়, রাত্রি যোগে ঐ সকল ফলের চেরা ঠাই দিয়া রস বাহির হইয় ফলের