পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*N) গীয়ে জমিয়া থাকে, প্রাতঃকালে সেই জমা রস চাচিয়া জুলিয়া একত্র করিয়া রৌদ্রে শুকাইলে আফিম হয় । নি। ভাল, আর কিছু যদি থাকে তৰে বল গুনি। প। বলি, চতুর্থ বস্ত্র । হিন্দুস্থানে প্রতি বৎসর বস্ত্র যথেষ্ট জন্মে, তাহার মধ্যে ঢাকার অঞ্চলে অতি চিকণ ২ বস্ত্র জন্মে। গঙ্গা নদীর উত্তরাশে এক প্রকার বক্স জন্মে যাহাকে থাসা বলে । বাঙ্গালার দক্ষিণ পশ্চিম ভাগে লক্ষ্মীপুরের নিকটে বাপ্ত নামে আর এক প্রকার বস্ত্র জন্মে। মেদিনীপুর ও উড়িস্যার অঞ্চলে এবং তাহারই নিকটে মহারাষ্ট্র প্রদেশে শাণ নামে এক প্রকার বস্ত্র জন্মে। বীরভূমিতে গড়া জন্মে। আর আমেরিকা দেশে কাপড় বড় একট। জন্মে না, তথাকার লোকদের কৃষিকৰ্ম্ম অধিক, শিল্প ব্যবসায় অল্প, এই প্রযুক্ত সেখানকার মহাজনের কলিকাতায় যথেষ্ট টাকার কাপড় কিনিয়া লইয়া যায়। সে দেশে এ দেশীয় টাকার চলন নাই, এই জন্যে তাহারা ডালর আনে ; কিন্তু সম্প্রতি ইউরপ ও আমেরিকার লোকেরা আপনারং দেশে কাগড় জন্মাইবার জন্যে বড় যত্ন করিতেছেন। নি। ওহে ভাই,পঞ্চম জার কিছু আছে কি না ? প। গুন, বলি। পঞ্চম, রেশম । রামপুর বোয়ালিয়াও কুমারখালি,ওজঙ্গীপুর,ওকালীমৰাজার,ওমালদহ প্রভৃতি স্থানে কোম্নানীর কুঠাঁতে রেশম যথেষ্ট জন্মে ; সেই রেশম নানা দেশে চালান হয়, সেইখানে তাহাতে নানা রঙ্গ দিয়া নানা প্রকার পাটের কাপড় প্রস্তুত করে। এ রেশম কি প্রকারে জন্মে, তাহ বলি, গুন। প্রথমে ক্ষেত্রে তত্ত নামে এক প্রকার গাছ প্রস্তুত করে, ডাল সমেত তাহারই পাত কাটিয়া পলুনামে এক পোকাকে এাইতে দেয়; সেই সফল পোকা ঐ পাতা থাইতেং ক্রমেতে বড়ং হইয়া যে