পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ8 প্রকারে মাকড়সা আপনার উদরহইতে সূতা বাহির করে, সেই প্রকারে আপনারং পেটহইতে সূতা বাহির করিয়া আপনার শরীরকে ৰেষ্টন করিয়া তাহারি মধ্যে আপনি ৰছ হয়, আর এমনি বাধা পড়ে যে আপনার বাহির হইবার পথও রাখে না। অনন্তর উপযুক্ত সময় বুৰিয়া সেই গুটিক সকল উলু জলে নিক্ষেপ করিলে ভাবেতে কীট গুলি মরিয়া যায়, পরে যন্ত্রম্বারা সেই সূতা উঠাইলে তাহাকেই রেশম বলে। গুটিক প্রস্তুত হইলে উপযুক্ত সময়ে যদি উযু জলে না ফেলা যায়, তবে ঐ মধ্যখানের কাট সকল প্রজাপতি হইয়া মুখ দিয়া ৪টি কাটিয়া উড়িয়া পলায়, ইহা হইলে সকল श्रृं श्ङ्ग । - নি। ওহে ভাই, এ সকল বিবরণ শুনিয়া চরিতার্থ হইলাম, অfর আপনার লঘুত্ব স্বীকার করা ভালইহারি একটি উপদেশ পাইলাম । দেখ ভাই, যে একটি ক্ষুদ্ৰ পোকা ইহার কীৰ্ত্তি দেখ এমন সূচমৎকার সূতার সৃষ্টি করে, যে মানুষও তেমন করিতে পারে না, আর সেই সূতার কাপড়ে মানুষদের পরিধান বস্ত্র হইয়া কিবা আশ্চর্য শোভা দেয়; অতএব মানুষদের যে অহঙ্কার তাহ নাশ হউক। প। ভালংতুমি যে উপদেশ করিলা তাহ যথার্থকরিয়ামানিলাম।