পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీశ్రీ 8 उों* ! প্রথম পাঠ । , হিন্দুস্থানের প্রাচীন ইতিহাস । নিত্যানন্দ । ওহে ভাই, তোমার ঠাই হিন্দুস্থান দেশের বিবরণ, ও লোকস°থ্যা, এব° পৰ্বত, ও নদ, নদী, আর উৎপন্ন বস্তু সকলের নানাবিধ বিবরণ শুনিয়া পরমাপ্যায়িত হইলাম,এই ক্ষণে ইতিহাস ছলে এ দেশের পূর্বকালের বিবরণকিছুম্ভনিতে বাৰু হয়, অনুগ্রহ করিয়া বল । পরমানন্দ। তবে মনোযোগ কর, গত ২৩০০ বৎসর হইল দারা : নামে পারসী দেশের রাজা আসিয়া হিন্দুস্থানের উত্তর পশ্চিম অঞ্চল অধিকার করিয়াছিলেন । ঐ দারা যখন রাজা হইয়াছিলেন, সেই পর্যন্ত হিন্দুস্থানের পুচিীন ইতিহাস নিশ্চয় ছিল না; কারণ এই, যে সংস্কৃত পারসী এব• গ্রীক ও অন্যং জাতীয় ভাষায় দেশের পূৰ্ব বিবরণের শ্লোক রচনার বড় আমোদ দিল, এই প্রযুক্ত আনুপ্রৰ্বিক ইতিহাস গ্রন্থ হইত না; কিন্তু দার রাজার আমলে গ্রীক ভাষার সম্প্রস্থান হইলে তাহাহইতে সাহেব লোকেরা ভজমা করিয়া স"াহ করিয়াছেন, যে দার রাজা হিন্দুস্থানের উত্তর পশ্চিম অঞ্চল জয় করিয়াতদেশীয় রাজাদের ঠাই করলইতেন। পরে ২১৫-ৰৎসর হইল সেকন্দর শাহ নামে গ্ৰীক দেশের এক রাজা পারসী দেশ জয় করিয়া সিন্ধু নদীর ওপার পর্যন্ত গিয়া পঞ্জাব পর্যন্ত অধিকার করিয়াছিলেন ডাহার এতদূর ইচ্ছাছিল,যে বঙ্গদেশ পর্যন্ত আইসেন,এৰ’ আদিতে উদ্যতও হইয়াছিলেন, কিন্তু সৈন্য সকল বর্ষ। প্রধক্ত পথে দুই মাস দশ দিন পর্যন্ত ব্যামোহ পাইয়া আসিতে ক্টকার করিল না, এই নিমিত্তে আসা হইল না ।