পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ు নি। এই সেকন্দর শাহের পর আর কোন গল্প আছে কি না? প । সেকন্দরের পর হিন্দু রাজার ইউরপীয় লোকদের সঙ্গে কেবল বাণিজ্য বিনা আর কোন ব্যবসায় রাথিতেন না, এই জন্যে তের শত বৎসর পর্যন্ত হিন্দুস্থানের প্রাচীন গল্প প্রায় জানা যায় নাই। ২ পাঠ । মহম্মদ সুলতানের আগমনের বিবরণ । নিতানন্দ । ভাল, তবে ইহার পর আর কিছু লেখে কি না ? পরমানন্দ । লেখে এই, যে ৮২৭ বৎসর হইল, অর্থাৎ ই•রজিী এক হাজার শকে, কাৰোল দেশের নিকটবৰ্ত্তি মজনির মহম্মদ সুলতান নামে অতি প্রসিদ্ধ এক রাজা সিন্ধু নদী পার হইয়া৯ংবার আসিয়া হিন্দুস্থানের উত্তর পশ্চিম অঞ্চল জয় করিয়াছিলেন । নি। এই মহম্মদ আসিয়া প্রথম কোনং দেশ জয় করিয়াছিলেন? প। সুলতান মহম্মদ প্রথমে আসিয়া আট বৎসরে কেবল মুলতান দেশ জয় করেন, কিন্তু তাহার পর অল্প কালের মধ্যে লাহোর,দিল্লী, মঞ্জুর,কনীেজ এই সকল দেশ আক্রমণ করিয়া জয় করিয়াছিলেন; পরে গুজ্জরাটে সোমনাথ, নাগরকোট, ইত্যাদি স্থানে প্রধান যে দেব মন্দিরছিল,তাহfএৰ’অনাং স্থানের অনেকং দেব মন্দির সমূলে উৎপাটন করিয়া ও সেই থানকার দেব প্রতিমা সকল নষ্ট করিয়া প্রায় হিন্দুস্থানের অৰ্দ্ধেক দেশ উত্তস্কৃত করিয়াছিলেন। কিন্তু আজমীর দেশে যাওয়া কঠিন,এই প্রযুক্ত সে দেশের রাজপুতদের উপরে আক্রমণ করিতে পারেন নাই। আর যেং দেশ জয় করিয়াছিলেন, সেই সকল দেশের রাজাদের ঠাই