পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bo বৎসর কর লইয়া স্বং অধিকারে রাশিয়াছিলেন। ঐ সোমনাথের মন্দির একটা প্রধান দেবালয়; তথাতে দুই রাজার পাণ্ড ছিল, ও দুই হাজার গায়ক গায়িকা ছিল। ঐ মন্দির রক্ষা করিবার জন্যে হন্দুর যুদ্ধ করিয়া পঞ্চাশ হাজার লোক মারা পড়িয়াছিল, শেষে পর্যন্ত হইয়া প্রতিমা রক্ষার নিমিত্তে ৰুক্ষণের আট কোটি টাকা পর্যন্ত দিতে স্বীকার করিয়াছিলেন, কিন্তু মহম্মদ তাহা না মানিয় করাত দিয়া প্রতিমা খণ্ড২ করিয়! তাহার উদর মধ্যে আট কোটি টাকাহইতেও অধিক মূল্যের রত্ব পাইয়াছিলেন। নি। ভাল, মহম্মদের পরে কে রাজা হইয়াছিলেন ? প। ছয় শত বৎসর হইল ই-রাজী ১২০৮ শকে আফগান ৰশীয় ফুটবদান নামে রাজা দিল্লীর হিন্দু রাজাদিগকে পরাস্ত করিয়া দূর করিয়া দিল্লীর রাজধানীর সিংহাসনে আপনি বসিয়া আধিপত্য করিত্তে লাগিলেন ; তৎকালে লক্ষণ সেন নামে বঙ্গ দেশের এক রাজার রাজধানী নবদ্বীপে ছিল। ঐ কুটদীন আপনার এক জন সেনাপতিকে ঐ নবদ্বীপে সসৈন্যে পাঠাইয়া দিলেন; সে হঠাৎ আসিয়া ঐ লক্ষণ সেনকে দূর করিয়া বঙ্গ দেশ অধিকার করিয়া গৌড় নগরে তাহার রাজধানী নিয়া আইল ; এই রাজা লক্ষণ সেন বাঙ্গলা দেশের শেষ বাদশাহ ছিলেন ; শেষে তিনি পুরুষোত্তম ক্ষেত্রে গিয়া প্রাণ ত্যাগ করিলেন। - নি। তবে কুৰি ক্ৰমেং মোগোলদের অধিকার বাড়িতে লাগিল ? - প। তাছাই বটে, ক্রমেং মোগলের প্রত্তপ্ত হইতে লাগিল, তাহা বলি জনপ্ধি কুটৰদীনের হিন্দুস্থানে আলিৰার সময় অবধি মোগলদের হিন্দুস্থানে আসিবার আরম্ভ হইল, শেষে যাদ্ধ করিয়া দিনেথ এমন প্রতাপাস্থিত হইল, যে এক শত বৎসরের মধ্যে